আমাদের কথা খুঁজে নিন

   

নারীহীন কবির নিকট আবদার



বিষাদ আব্দুল্লাহ

বললে একটা প্রেমের কবিতা লিখো আমার জন্যে
কিভাবে লিখি ! এই সময়ে !
কোন সময়েই লিখতে পারিনি ?

নারীহীন কবি কি প্রেমের কবিতা লিখে !
নারীর স্পর্শহীন কবির লাল ঠোঁটে তামাক পোড়ে...

মনের খড়কুটো জ্বলে অসহিষ্ণু বন্ধ্যাদিনের ইন্দনে
ইন্দনদাতারা পোড়ায় মায়ের দেহ,চেতনা পুড়িয়ে
ছাঁই উড়ায় মানুষের রাজপথে

চেতনার মশাল জ্বেলে দ্রুত ছুটে যান কবি রাজপথে...

বরং তুমি কবিতা হয়ে যাও
কবির কলমের নিব কিংবা টাইপ কি-বোর্ডে

অত:পর বিপ্লবী কবির সঙ্গে প্রিয় তীর্থ রাজপথে নেমে এসে
যেতে যেতে ফুল কুড়াবে
রাজপথের ফুল দিয়ে সংসর্গের ঘর সাজাবে
চুলের খোপায় কবি গুঁজে দিবে রাজপথের ফুল....
৩০/১২/১৩, ঢাকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।