আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রাভিযানের ১৭০০০ ছবি অবমুক্ত

১৯৬৮ সালের ২১ ডিসেম্বর অ্যাপোলো-৮ নামের মনুষ্যবাহী যান যুক্তরাষ্ট্রের অ্যাপোলো স্পেস প্রোগ্রামের জন্য পৃথিবী থেকে উৎক্ষিপ্ত হয়। এর নাম ছিল অ্যাপোলো মহাশূন্য মিশন। আর এটি পরিচালনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশনটিতে তিনজন মহাকাশচারী কমান্ডার ফ্রাঙ্ক বর্মেন, কমান্ড মডিউল পাইলট জেমস লভেল এবং লুনার মডিউল পাইলট উইলিয়াম অ্যান্ডারস প্রথম মানব হিসেবে পৃথিবীকে কৃত্রিম উপগ্রহ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেন। এ ছাড়া অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমেই চাঁদে মানুষের প্রথম পা পড়ে।

৪৫ বছর আগে ওই মিশনের আওতায় তিনজন মহাকাশচারী চাঁদ এবং পৃথিবীর অসংখ্য ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। সম্প্রতি মিশনটির ৪৫ বছর পূর্তি উপলক্ষে নাসা অ্যাপোলো মিশনে তোলা ১৭ হাজার ছবি সবার জন্য অবমুক্ত করেছে। অ্যাপোলো ১১ অভিযানই চন্দ্র বিজয় করতে সক্ষম হয়। এ অভিযানে অংশ নেন নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স এবং চান্দ্র অবতরণ যানের চালক এডুইন অল্ড্রিন জুনিয়র। ১৯৬৯ সালের ২০ জুলাই আর্মস্ট্রং ও অল্ড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।

অনলাইন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.