সীমাহীন পথে ছুটে চলা নদীতে সাঁতার কাটি আমার অবারিত স্বপ্নের বৈতরনি নিয়ে .......... পতৌদি প্রাসাদ - হারিয়ে যাওয়া সৃতি জানতাম হারিয়ানা র নবাব ,সাইফ আলি খান , নাবাব এর প্রাসাদ হারিয়ানা তে সেটা অ জানতাম , কিন্তু আমার বাসার এত টা কাছে সেটা এ জানতাম না শুক্রবার রাত এ আড্ডা ই হুট করে ই , আমাদের শামসু মিয়া র এর চোখে পৃথিবীর এক মাত্র লাস্যময়ী কারীনা র বিয়ে প্রসঙ্গ উঠল , বললাম ভাই বেগম কারীনা ত এখন পতৌদি প্রাসাদ এ , আপনার এত সামনে থেকে ঘুরে যাচ্ছে ,আপনি দাওয়াত পেলেন না, খুব এ দুঃখের কথা চলেন আপনাকে বেগম দেখায়েয়া নিয়ে আসি দূরদর্শন ভালবাসা থুক্কু বড় ভালবাসা নাকি সব সময় গাছে এ তোলে না , আমাদের মতো ধান্দাবাজ দের কে ও ফেরেশতা বানায়েয়া দেয় । ( বলে রাখা ভাল কারীনা র মুভি মানেই ,আমাদের প্রথম দিন প্রথম শো র টিকিট মাগনা ) ভাই তো পারলে তক্ষনি যাত্রা সুরু করেন , সাথে আমাদের বুয়েট পাস ড্রাইভার ও তৈরি কিন্তু যেহেতু বাচ্চা গুল ঘুমাচ্ছে , যেহেতু আমাদের দলগত আড্ডা র সবচাইতে বড় টা উ ট টা আগে এ চলে গেছে , তাই ঠিক হল খুব ভোরে রওনা দিব । ছেলে ,মেয়ে , বাচ্চাদের বাবা সবাইকে সাজু গুজু করায়ে , সবাই যখন আমার এখানে , ঘড়ি তে দেখি সকাল ১১.২০ দুই ভাবি আমাকে জিজ্ঞেস করলেন , কেমন বেড়ালেন মনিরা ভাবি ? বেগম এর মেহমানদারি কেমন ছিল ? কত বড় প্রাসাদ ? সবাই যেতে পারে? মিষ্টি হাসি দেয়া ছাড়া কোন উত্তর ই দিতে পারি নাই । আসলে গত কাল রাতে আমি একটু বেশি পরিমান জোর দিয়ে ই বলে ফেলেছিলাম , যদি ভোর এ আমরা তৈরি হতে পারি , তাহলে ৮ তার মাঝে পতৌদি পৌঁছে যাব , দুই ঘণ্টা থেকে ১১ থেকে ১১।৩০ তার মাঝে বাসায় তার মানে আমার দেয়া হিসেব এ এখন আমি ঘুরে ফিরে চলে এসছি বড় গাড়ি তে ৫ বাচ্চা সহ আমরা তিন ভাবি , আর ( বুয়েট পাস, আই বি এর , এম বি এ ) ড্রাইভার এর সাথে দুই জন । সুরু হল আমাদের নবাব বেগম এর পতৌদি প্রাসাদ ভ্রমন শিত এর ভ্রমন গুল একটু আলাদা এ হয় , তাছাড়া ১৫ , ২০ মিনিট রাস্তা পার হবার পর থেকে ই সুরু হয়ে গেল সর্ষে খেত , দিগন্ত জুড়ে গম এর খেত । বাচ্চা দের কিচির মিচির ,সব মিলিয়ে হারিয়ে যাবার নাই মানা । দূরত্ব যতই হোক ( মনে মনে ) কাছে থাকুন এর সত্য তা প্রমান এ দেখলাম আমাদের বাচ্চা দের বাপ গুল রাস্তার পাশে ধাবা তে গাড়ি থামাল । আড্ডা কি আর খালি পেটে জমে ? চা এবং পেয়ারা বিরতি , কাক্ষিত নিবাস প্রবেশ পথ স্বাগতম মূল ভবন এর একাংশ প্রাসাদ প্রবেশ চলুন ঘুরে আসি অন্দর মহল [img|http://ciu.somewherein.net/ciu/image/80236/small/?token_id=a62f3ae16bb07cf21e850870294b5d9 মহল ছবি প্রদর্শন হাওয়া মহল হাওয়া মহল সুইমিং পুল এর দৃশ হাওয়া মহল থেকে মহল এর চারপাশ অনেক ঘুরাঘুরি হল দেখা হোল , মাঝে বলতে ভুলে গেছি , আমরা দুপুর এর খাবার খেয়েছি , ৪০ ধরন এর , সাথে ছিল বেগম পসন্দ সেভই মানে আমাদের দুধ সেমাই জাকে বলে যায়গা যেমন ই হোক , প্রিয় জন সাথে থাকলে, সেটাই হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।