আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীবাজারে ঝটিকা মিছিল, বোমাবাজি

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ বিশ্বাস। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি জানান, সকালে ৩০-৪০ জন বিএনপিকর্মী সরকারবিরোধী শ্লোগান দিতে দিতে লক্ষ্মীবাজার থেকে সুভাষ বোস এভিনিউয়ের দিকে যায়। কলেজ এলাকায় পৌঁছে তারা ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি ও সমাবেশের চেষ্টা সরকারি বাধায় পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত জোট।
এদিকে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের জন্য বছরের প্রথম দিন থেকেই ‘সর্বাত্মক’ অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত ১ জানুয়ারি বুধবার থেকে সারাদেশে অবিরাম রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ চলবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.