অবশেষে সব জল্পনা-কল্পনায় পূর্ণচ্ছেদ পড়তে চলেছে বলিউড সুন্দরী রানির জীবনে। হ্যাঁ, বিয়ে করতে চলেছেন আদিত্য চোপড়া আর রানি মুর্খাজি। এতদিন ধরে সব রকম সম্পর্কের কথা অস্বীকার করলেও কারও জানতে বাকি ছিল না তাদের জীবনের রসায়ণ।
সম্প্রতি নিতা আম্বানির জন্মদিনের পার্টিতে যোধপুরের উমেদ ভবন প্যালেসে গিয়েছিলেন রানি। সেখানেই সব কথা পাকা করে এসেছেন।
শুধু ভেন্যুই নয়, বিয়ের তারিখও পাকা হয়ে গেছে বলে জানা গেছে।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সেই বিশেষ দিন। ফেব্রুয়ারির প্রথম থেকেই শুরু হয়ে যাবে বিয়ের সেলিব্রেশন। তবে বিয়ের এই অনুষ্ঠান খুবই ব্যক্তিগত রাখতে চান আদিত্য-রানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।