ফেনীর দাগনভূঞায় ভুল চিকিৎসায় ফারহানা আক্তার (২৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে তার স্বামী অভিযোগ করেছে।
আজ সকালে দাগনভূঞা বাজারের পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ফারহানা আক্তার উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরোনীয়া গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী।
ইউনুস জনান, ফারহানার প্রসব বেদনা উঠলে সকাল ৮ টার দিকে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে এনেসথেসিয়া দিয়ে সিজার করার পর তার একটি সুস্থ সন্তান হলেও তার স্ত্রীর জ্ঞান ফিরে আসেনি। দুপুর ১২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
হাসপাতাল সূত্রে জানাযায়, ডাঃ জাসরিন আক্তার মিলি ও ডাঃ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ সিজারটি হয়। ডাঃ দেলোয়ার হোসেন জানান, রোগীর অতিরিক্ত খিছুনির কারনে মৃত্যু হয়। এ সময় চিকিৎসকদের কিছু করার ছিল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।