আমাদের কথা খুঁজে নিন

   

আবুধাবী দূতাবাসে 'জন্ম নিবন্ধন ভবন' উদ্বোধন

মেশিন রিডেবল পাসপোর্ট-এর কাজ দ্রুত করা ও প্রবাসীদের ভোগান্তির মাত্রা কমাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন করা হলো 'জন্মনিবন্ধন ভবন'। এই ভবনটি উদ্বোধন করায় প্রবাসীদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান।

আগামী মার্চ ২০১৫ এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট নিশ্চিত করতে হবে। এ সময় সীমার পরে হাতে লিখা পাসপোর্ট আর কোথাও ব্যবহার করা যাবে না। দূতাবাস থেকে এমন নির্দেশনায় পেয়ে প্রতিদিন শত শত প্রবাসীরা ভিড় করছে আবুধবাধীস্থ দূতাবাসে।

পর্যাপ্ত জায়গার অভাবে দূতাবাসের কর্মকর্তাদের যেমন কাজ করতে অসুবিধা হচ্ছে তেমনি ভোগান্তির শিকার হতে হচ্ছে পাসপোর্ট করাতে আসা প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘদিন চলতে থাকা এই সমস্যার পরিত্রাণের জন্য দূতাবাসে নব নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের আন্তরিক প্রচষ্টোয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বর্তমান দূতাবাস ভবনের পাশাপাশি আরও একটি ভবন ভাড়া নেয়া হয়েছে। ভবনটির নামকরণ করা হয়েছে 'জন্ম নিবন্ধন ভবন'।

জানা গেছে, প্রবাসীদের দ্বারা নিবন্ধন ফরম পূরণকৃত অর্থ থেকেই এ ভবনের ভাড়া প্রদান করা হবে। ভবনটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আ.ক.ম. সাইফুল ইসলাম চৌধুরীসহ পাঁচজনের একটি প্রতিনিধি দল আরব আমিরাতের আবুধাবীস্থ দূতাবাসে আসেন।

গত ২৯ ডিসেম্বর রবিবার ভবনটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে দূতাবাসের প্রথম সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান দূতাবাসের কাউন্সিলর মো. শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ ইসমাঈল, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার, দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, আশীষ বড়ুয়া প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.