আমাদের কথা খুঁজে নিন

   

বায়ো-টেক পোষ্টঃ কিভাবে ব্লগ থেকে মশা মাছি তাড়াবেন।

ডিজিটাল আমি।

হ্যাপী নিউ ইয়ার ব্রো এন্ড বেইবী।

আমাদের কম্পিউটার যেমন ভাইরাস মুক্তরাখা জরুরী তেমনি আপনার প্রতিদিন বিচরনের ব্লগও মশামাছি বা ইত্যাদি বেহুদা বিরক্তিকর,লজ্জাহীন প্রানী থেকে মুক্ত রাখা দরকার। বাস্তবের মশা যেমন দুই হাত দিয়ে "চটাশ" করে থাপ্পর মেরে মেরে ফেলা যায়- ব্লগের মশামাছি সেভাবে ভুলেও মারতে যাবেন না। এতে আপনার হাত এত নোংরা হবে যে বার বার ফিনাইল দিয়ে ধুলেও হাত থেকে গন্ধ যাবে না।

ইউরোপবাসীরা এদেরকে তাড়ানোর জন্য সামান্য ঝাড়ি আর বিরক্তির সাথে বলেনঃ- দুর হ, মশা! দূর হ। এখানে গোবর নাই। ব্যাস! মশাটি "ছছছাগুগুগুগুগুননননাশশশুধুগুখাই" বলে পালিয়ে যায়।

তবে বাংলাদেশে আমাদের ভরসা সেই মরর্টিন কয়েলই। বাংলাদেশে আমাদের ভরসা সেই মরর্টিন কয়েল।

কয়েল জ্বালান। মশা তাড়ান।




সবাই সুস্থ থাকুন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।