আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাসিফাইড নিয়ে কত কথা

www.nijhumdip.com

প্রায় ৪ (চার) বছর আগের কথা তখন সাধারন মানুষ (মানে আম জনতা) ক্লাসিফাইড সাইট কি যিনিস তাই জানতনা সেই তখন ক্রয়বিক্রয়.কম সাইটি চালু করি এখনত টিভিতে এত এত ক্লাসিফাইড সাইটের এ্যাড বিক্রয়.কম , সেলবাজার.কম,ওএলএক্স.কম সো মানুষ জন এই ধরনের সাইটের সাথে ভালই পরিচিত হয়ে গিয়েছে। আসলে আমাদের দেশে ভাল কোন পেমেন্ট গেটওয়ে না থাকার কারনে অনলাইন বিজনেস এখনো এতটা প্রসার লাভ করেনি। ভাল কোন পেমেন্ট গেটওয়ে থাকলে এতদিনে জনপ্রিয় ছোট বড় অনেক অনলাইন সাইট আমরা পেতাম। দেখতে দেখতে ৪ বছর হয়ে গেল এর আগে একবার সাইটির ডিজাইন পরিবর্তন করা হয়েছিল কিন্ত কেন যেন মনের মত হচ্ছিল না। পুরাতন ডিজাইনটি দেখতে পাবেন এখান থেকে।

ক্রয়বিক্রয় সাইটের নতুন ডিজাইনটি কেমুন হয়েছে সবাই যদি মতামত দিয়ে সহযোগিতা করতেন খুবই ভাল হত। নতুন উদ্যোক্তা যারা আছেন তারা তাদের প্রডাক্ট এখানে সহজেই ফ্রী অফ কষ্টে প্রমোট করতে পারবেন।

নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য বলছি যতবেশি বেশি পন্যের প্রচার করবেন বিক্রি ততই বাড়বে। এখনত ফ্রীতে পন্য প্রচারের অনেক উপায় আছে। অনেক গুল ক্লাসিফাইড সাইট আছে যে গুলতে বিনে পয়সায় পন্যের প্রচার করা যায়।

ফেসবুকে আনেক গ্রুপ রয়েছে বাই সেলের অনেক গ্রুপ আছে এসব গ্রুপে পন‌্যের প্রচার করতে পারেন। সবাইকে নতুন ইংরেজী বছরের শুবেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।