আমাদের কথা খুঁজে নিন

   

বাই কাজী নজরুল, ফর মি



পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও ।।

এ জনমে যাহা বলা হ’ল না
আমি বলিব না , তুমিও ব’লো না ।
জানাইলে প্রেম করিও ছলনা
যদি আসি ফিরে বেদনা দিও ।।

হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়
ভালো না বাসিতে হৃদয় শুকায়
বিষ-জ্বালা-ভরা হেথা অমিয় ।।

হেথা হিয়া উঠে বিরহে আকুলি
মিলনে হারাই দুদিনেতে ভুলি
হৃদয় যেথায় প্রেম না শুকায়
সেই না অমরায় মোরে স্মরিও ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।