বুধবার মহাদেশটির বর্ষসেরা ফুটবলার বাছাইয়ের তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে আছেন চেলসির এই তারকা।
২০১১ ও ২০১২ সালেও আফ্রিকার ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তোরে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত টানা তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়ের এতো।
সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুই ফুটবলারও তোরের সতীর্থ- গালাতাসাইয়ের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা জাতীয় দলে এবং নাইজেরিয়ার মিডফিল্ডার জন ওবি মিকেল চেলসিতে তোরের সতীর্থ।
২০০৬ ও ২০০৯ সালে আফ্রিকার সেরা ফুটবলার হয়েছিলেন দ্রগবা।
আফ্রিকার ৫৪ টি দেশের জাতীয় দলের কোচদের ভোটে নির্বাচিত সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হবে আগামী ৯ জানুয়ারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।