আমাদের কথা খুঁজে নিন

   

Shanghai (2010): সেলুলয়েড যেখানে ত্রিভুজাকার ।

এক চিলতে কাগজের কবিতা আজকাল আমায় খুব টানে, মধ্যাকর্ষণের চেয়েও বেশি সেই আকর্ষণ যা লুকিয়ে ছিল হৃদয়ের গহীনে ।

সময়টা ১৯৪১ । পার্ল হারবার অ্যাটাকের মাসখানেক আগে সাংহাইয়ের রাস্তায় খুন হন একজন আমেরিকান । এই খুনের রহস্যভেদ করতে মাঠে নামেন তারই বন্ধু পল সোমস । কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন বন্ধুর মৃত্যুটা সাধারণ একটা খুনই নয় ।

ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রেমের কুটিল ফাঁদ, প্রতারণা ও গুপ্তচরবৃত্তির যোগফলে তিনটি দেশের বারুদ বিনিময়ের উপাখ্যানের অংশ ছিল সেই খুন । আর ঐ লাস্যময়ী নারীর অঙ্গুলি হেলনে অম্লানবদনে ভাগ্য নিয়ন্তার বিরূদ্ধে যাচ্ছে কেন মানুষ ? কি ঘনিয়ে আসছে সাংহাইয়ের চারদিকে ?

সিনেমার ট্যাগলাইন ছিল: In a world filled with secrets, solving a mystery can be murder.

ড্রামা, মিস্টরি, রোমান্স ও থ্রিলার এই চার ঘরানায় ১০৫ মিনিট অসম্ভব সমানুপাতিকভাবে বিচরণ করেছে এই সিনেমা । ফিল্মের রিলে বন্দী চরিত্রগুলো সত্যিই যেন কখনো বুঝতেই দেয়নি এটা সিনেমা আর কিছু নয় । নির্দিষ্ট একটা সময়কে পুঁজি করে মানুষের জীবনের খাদ-বাঁকগুলো ভালই ফুটে উঠেছে, কেন মানুষ তার নিজের প্রাণের চেয়েও অন্যকিছুকে বেশী দামি বলে ভাবতে শুরু করে তারও একটা আভাস আছে, জীবনে কখন সত্যটাকে চেপে রেখে মিথ্যেকে চলে যেতে দিতে হয় তার একটা উত্তর রয়েছে এই চলচ্চিত্রে ।

ভালো লাগার এই সিনেমা হয়ত আবারো দেখব ।

প্রেম, বিশ্বাসঘাতকতা ও গুপ্তচরবৃত্তির ত্রিভুজটাকে নতুন করে আবারো আঁকব ।
____________________________________________
Director: Mikael Håfström
Cast: John Cusack, Gong Li, Yun-Fat Chow, Ken Watanabe, Franka Potente.
IMDb: 6.5/10.
Mine: 7/10.
টরেন্ট লিংক
ডিরেক্ট লিংক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।