আমাদের কথা খুঁজে নিন

   

পরীবাগে বাসে বোমা, তিনজন দগ্ধ

শুক্রবার সকাল ৭টার দিকে পরীবাগ ফুট ওভার ব্রিজ ও রূপসী বাংলা হোটেলের মাঝামাঝি এলাকায় গুলিস্থানগামী ৩ নম্বর বাসটি আক্রান্ত হয়।
দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- বাসের চালক বাবুল মিয়া (৪০), যাত্রী শাহীনা বেগম (৪০) ও ফরিদ মিয়া (৬০)।
 

হাসপাতালে চিকিৎসাধীন চালকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রূপসী বাংলা হোটেলের কাছাকাছি এসে গাড়ির গতি কমালে ডান দিক থেকে কয়েকজন যুবক পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে জানালের কাচ ভেঙে বোমা ভেতরে ঢুকে আগুন ধরে যায়।

বাসের অধিকাংশ যাত্রী এ সময় নেমে যেতে পারলেও চালকসহ তিনজন দগ্ধ হন।
চিকিৎসকের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল জানান, শাহীনার শরীরের ৬৪ শতাংশ, ফরিদের ৪৮ শতাংশ এবং বাবুলের ৮ শতাংশ পুড়ে গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।