এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সমস্যা হলে মাইক্রোসফটের কাছে যে এরর রিপোর্ট পাঠানো হয় তাতে কম্পিউটারের খুঁটিনাটির বিস্তারিত বিবরণ থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোভিত্তিক সফটওয়্যার সিকিউরিটি প্রতিষ্ঠান ওয়েবসেন্সের এক রিপোর্টে বিষয়টি প্রকাশিত হয়েছে।
ওয়েবসেন্সের রিপোর্টে বলা হয়েছে উইন্ডোজ এরর রিপোর্ট কোনো হ্যাকারের হাতে পড়লে খুব সহজেই সে কম্পিউটার হ্যাক করতে পারবে, কারণ উইন্ডোজের ওই রিপোর্টগুলোতে উল্লেখ থাকে মাইক্রোসফট চাইলে কীভাবে ওই কম্পিউটারের ‘প্রবেশাধিকার’ পাবে। আর যেহেতু রিপোর্টটি ইন্টারনেটে পাঠানো হয় সেহেতু ওই রিপোর্ট হাতছাড়া হওয়ার আশংকা অনেক বেশি।
ওয়েবসেন্স মন্তব্য করেছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হল, রিপোর্টগুলো এনক্রিপ্টেড অবস্থায় না পাঠিয়ে সাধারণভাবে পাঠানো হয়।
কোনো হ্যাকার রিপোর্ট কব্জা করতে পারলে তার হাতে স্বাভাবিকভাবেই কম্পিউটারের তথ্যগুলো চলে আসবে এবং সে তথ্য ব্যবহার করে পরবর্তীতে তা হ্যাক করা সম্ভব হবে।
এ থেকে কম্পিউটার রক্ষার অবশ্য একটি সমাধানও রয়েছে। ওয়েবসেন্স জানিয়েছে, নেটওর্য়াকে লোকাল সার্ভারের মাধ্যমে এনক্রিপ্টেড অবস্থায় রিপোর্ট পাঠালেই এ আশংকাটি আর থাকবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।