আমার মরণ চান্নি পসর রাইতে যেন হয়
সাম্প্রতিক কালে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যাতে আমরা দেশ ও জাতির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না। সবারই একটি প্রশ্ন কি হতে যাচ্ছে ?
আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না,আদর্শে জন্য করে না। সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য,দলের জন্য করে।
সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক।
সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক।
এদের মধ্যে অনেক আদর্শগত দ্বন্দ্ব লক্ষ্য করা গেলেও এরা সকলেই মুলতঃ এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। কি সেই আদর্শ ? সেটা হলো এরা সবাই নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝতে অক্ষম। এই স্বার্থটা কি?সেটা ক্ষমতায় যাওয়া।
দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চ ত্যাগের কিছু গৎবাধাঁ বুলি বলে জণগন নামক গাধাঁর দলের সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়া। একবার ক্ষমতা পেলে তা ছাড়তে না চাওয়া।
প্রয়োজনে বিদেশী প্রভুদের কাছে দেশের সকল সম্পদ-স্বার্থ বিকিয়ে দেবার খত দেয়ার অংগীকার করা। তবে এই পর্যায়ে এসে পরস্পরের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়।
আর সেটা হলো তারা একেক জন ভিন্ন ভিন্ন জনকে প্রভু সাব্যস্ত করে নিয়েছে।
কেউ প্রভু হিসাবে গ্রহন করেছে হিন্দু রাস্ট্র ভারতকে,কেউ বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের,কেউ বা পাকিস্তানকে। আর স্ব স্ব প্রভুকে খুশি করার জন্যই আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি । আর এই কথাগুলো কারো অজানা নয় ।
এখন দেখা যাক আমরা নিচের সংবাদ গুলো বিশ্লষন করে কি পাই?১। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি উদ্বেগের শেষ কোথায়?
২।
নির্বাচন বর্জনের ডাক খালেদার।
৩। এরশাদ কাউকে ইশতেহার ঘোষণার দায়িত্ব দেননি। ।
৪।
নির্বাচন ঠেকাতে কেন্দ্রে অবস্থানের সিদ্ধান্ত ১৮ দলের।
৫। আলোচনা সাপেক্ষে যে কোনো সময় আরেকটি নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী।
৬। অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল।
৭। রাজধানীতে শিবিরের মিছিল: ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৬। ।
৮। নোয়াখালীতে ১৮ দলের মিছিলে আ.লীগ এমপির গুলি ।
৯। আশুলিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ
১০। মালিবাগে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ : আহত ৫
১১। অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন চলছে
১২। হাসিনা ফের শপথ নেয়া পর্যন্ত গৃহবন্দি থাকছেন খালেদা : ইকোনমিস্ট
১৩।
রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচিউরিটি আসেনি : ড. মোমেন
১৪। বাংলাদেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে : যুক্তরাষ্ট্র
১৫। নির্বাচনী সহিংসতা পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে : ব্লুমবার্গ
১৬। মন্ত্রী ও এমপি বৈধভাবে আয় করলে তাও সংবিধান লংঘন
১৭। সালতামামি ২০১৩: শোক আর ষড়যন্ত্রে পোশাক শিল্প ধসের এক বছর
১৮।
চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন
১৯। মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন, যানবাহন ভাংচুর
২০। চারঘাট সরদাহ পাইলট স্কুল ভোট কেন্দ্রে আগুন
২১। রাজশাহীতে চেতনা-৭১ কার্যালয়ে আগুন
২২। নিরাপত্তা নিয়ে উদ্বেগ
২৩।
সরকারে অস্বস্তি, আরও কঠোর হওয়ার চিন্তা
২৪। ট্রাকে পেট্রলবোমায় নিহত ২ বোমা-আগুনে দগ্ধ ৮
২৫। সমঝোতা না হওয়ায় হতাশ পশ্চিমা বিশ্ব
২৬। ‘বোমা তৈরি’র সময় কবজি হারালেন শিবির নেতা
২৭। রাজনীতির রোষে পুড়ল শিক্ষাপ্রতিষ্ঠান
২৮।
নির্বাচনী সংকট দীর্ঘস্থায়ী হ তে পারে
২৯। বিশ্বসম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে
৩০। এ নির্বাচন হবে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়
৩১। পলাশবাড়ীতে হামলায় ওসিসহ ৬ পুলিশ আহত
৩২। তারেক রহমানের ভিডিও বার্তায় নির্বাচন বর্জনের আহ্বান।
৩৩। ভোলার ২টি আসনে ভোটার ভাড়া করার অভিযোগ ।
৩৪। লালমনিরহাটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহ.. ।
৩৫।
কদমতলীর ভোটকেন্দ্র থেকে বোমা উদ্ধার ।
৩৬। টাঙ্গাইলে ৪টি ভোট কেন্দ্রে আগুন ।
৩৭। মিরপুরে ককটেল ও বোমা উদ্ধার, গ্রেফতার ৩ ।
৩৮। নাটোরে ট্রেনে পেট্রলবোমা হামলা, সংঘর্ষে আহত ১৪ ।
৩৯। ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার নিহত, পোলিং অফিসারসহ আহত ১০ ।
৪০।
গভীর রাতে দিনাজপুরে সংঘর্ষ, গুলিতে বিএনপি নেতা নিহত ।
৪১। ৩৮ জেলায় ১১১ ভোটকেন্দ্রে আগুন, লক্ষ্মীপুর ও গাইবান্ধায় ব্যালট পেপার ভস্মীভূত ।
৪২। দিনাজপুরের দুকেন্দ্রে সংঘর্ষ : প্রিজাইডিং অফিসার- পুলিশসহ আহত ১০, গুলিবিদ্ধ ১ ।
৪৩। ভোলায় ৯ কেন্দ্রে আগুনে আসবাবপত্র ভস্মীভূত ।
৪৪। দিনাজপুরে নির্বাচনী সামগ্রী ছিনতাই, প্রিজাইডিং অফিসারসহ আহত ২০ ।
৪৫।
কুমিল্লায় নির্বাচনী সরঞ্জাম ছিনতাই : গুলিবিদ্ধ ২ ।
৪৬। চট্টগ্রামে পুলিশের অস্ত্র ও ব্যালট পেপার ছিনতাই ।
৪৭। লালমনিরহাটে পোলিং অফিসারকে পিটিয়ে আহত ।
৪৮। ময়মনসিংহে আরো ৬ ভোট কেন্দ্রে আগুন : আটক ১ ।
৪৯। গোপালপুরে ২ ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাই ।
৫০।
চুয়াডাঙ্গায় ভোট কেন্দ্রসহ দুটি স্থানে বোমা হামলা ।
৫১। চট্টগ্রামে ৩ প্রার্থীর বাড়ি ও গাড়ি বহরসহ অর্ধশত কেন্দ্রে হামলা ।
সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
সেই পরিণতি হতে পারে জাতিসংঘ কর্তৃক অর্থনৈতিক অবরোধ। হতে পারে "শান্তির জন্য যুদ্ধ"নামক বিমান হামলা। হতে পারে জাতীয় সরকারের নামে পা চাটা দালালদের শাসনের আড়ালে উপনিবেশিক শাসন। হতে পারে সন্ত্রাস দমনের নামে অহরহ ড্রোন হামলা। হতে পারে গৃহযুদ্ধ,অতঃপর জাতিসংঘ হস্তক্ষেপের নামে মার্কিন শাসন।
আরো কত কি হতে পারে যা আমাদের ধারনার বাইরে।
এখন এ থেকে বাঁচার একমাত্র উপায় সর্বশক্তিমান আল্লাহ্র রহমত। আর আমাদের দায়িত্ব সাইয়্যিদুল মুরসালীন, হাবীবুল্লাহ্ হুযুর পাক ছ্ল্লা্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসিলায় সেই রহমত পাওয়ার চেষ্টা করা।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,"হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি অবশ্যই আপনাকে সারা আলমের জন্য রহমত স্বরুপ পাঠিয়েছি। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।