আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিধ এবং ক্রিকেটার

-----

আজ মানুষ কে খুব সহজে ট্যগ দেবেন । যারা ভোট দিতে গেছে তারা আওয়ামীলীগ এবং বাগশালী। (বিএনপির ভাষায়) আর সেই তারাই (আওয়ামীলীগের ভাষায়) গনতন্ত্রে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী।

-- যারা ভোট দিতে যায় নি তারা বিএনপি এবং গনতন্ত্রে অবিশ্বাসী (আওয়ামীলীগের ভাষায়) সেই তারাই ( বিএনপির ভাষায় ) গনতন্ত্র রক্ষায় এবং সৈরাচার পতনের বিপ্লবী সৈনিক।
যারা আজ রাস্তায় ককটেল নিয়ে একটু খেলাধূলা করছে ( :p ) তারা যুদ্ধাপরাধী, জামাত-শিবির এবং মুক্তিযুদ্ধের বিপক্ষেরর শক্তি ( আওয়ামীলীগের ট্যগ) আর অন্যপক্ষের ভাষায় তারাই জিহাদি সৈনিক।



.....আর যে নীরিহ ব্যক্তিকে কুপিয়ে মারা হল তাকে গনতন্ত্র রক্ষা অথবা বাগশাল পতেন একটা ট্যগ দিয়ে দিলেই ঝামেলা শেষ!!


অবশেষে সন্ধ্যার খবরে শোনা যাবে । ভোট কেন্দ্রে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সৃষ্ট বিশাল জনসমুদ্রে বড় বড় মাছ লাফালাফি করছিল । অন্য দল বলবে, ভোটকেন্দ্রের চার পাচ কিলোমিটার জুড়ে সার্চ লাইট দিয়ে খুজে ও কোন মানুষ কেন একটা কুত্তা ও পাওয়া যায় নি।

মনে রাখবেন বিশ্ববাসী, যে দেশের মানুষ ক্রিকেট ম্যচের টিকিটের জন্য ২ রাত না খেয়ে একটানা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, সে দেশের মানুষরাই ভোট কেন্দ্রে নাকে তেল মেখে ও যেতে পারে না।

“কারন ক্রিকেটাররা কাছের কাছে ভগবান আর রাজনীনিবিধ এক আপদের নাম”।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.