আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনের কিবোর্ড নিয়ে মামলা!

ব্ল্যাকবেরি জানিয়েছে, ওই কিবোর্ড দেখতে ব্ল্যাকবেরির কিবোর্ডের মতো। প্রযুক্তিগত দিক থেকেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ব্ল্যাকবেরি।
পৃথক প্রতিবেদনে রয়টার্স ও বিজনেস ইনসাইডার জানিয়েছে, কপিরাইট আইন লংঘনের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছে ব্ল্যাকবেরি। তাতে বলা হয়েছে, টাচস্ক্রিন আইফোন ৫ মডেলের জন্য তৈরি ফিজিক্যাল কিবোর্ড বিক্রির প্রি-অর্ডার নিচ্ছে টাইপো প্রোডাক্টস এলএলসি নামের একটি প্রতিষ্ঠান। এক বিবৃতিতে ব্ল্যাকবেরির চিফ লিগাল অফিসার স্টিভ জিপারস্টাইন জানান, ওই কিবোর্ড তৈরিতে প্রযুক্তিগতভাবে ব্ল্যাকবেরির মেধাস্বত্ব ব্যবহৃত হয়েছে।
এ ঘটনার জন্য ‌জনপ্রিয় টিভি শো ‌‘আমেরিকান আইডল’ প্রোগ্রামের হোস্ট রিয়ান সিক্রেস্ট-এর মালিকানাধীন কোম্পানি টাইপো প্রোডাক্টস এলএলসি বিরুদ্ধে আদালতে মামলা করেছে ব্ল্যাকবেরি।
৯৯ ডলারে কিবোর্ডের প্রি-অর্ডার নিচ্ছে টাইপো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।