আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় ১৮ দল ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৫

অবরোধ ও হরতালের সমর্থনে ১৮দলীয় জোটের বিক্ষোভ মিছিল করা নিয়ে বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ হয়।

জানা যায়, অবরোধ ও হরতালের সমর্থনে ধুনটে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা শহরে লাঠি মিছিল নিয়ে উপজেলার চারমাথা মোড় এলাকায় পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের মুখোমুখি হয়।

এসময় ১৮ দলের ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ও থেমে থেমে সংঘর্ষ হয়।

সংঘর্ষে পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান পলাশ, যুবদল নেতা রাজিব, ফেরদৌস, আলিম, রাসেল, সাদেক, শ্রমিকদল নেতা দুলাল, স্বপন জাফরসহ ১৮ দলীয় জোটের ১৫ জন নেতাকর্মী আহত হন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ২৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। পরে দুপুর ১২টায় মিছিলকারীরা বাসস্ট্যান্ড এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।