আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদে বিমুখ লালমনিরহাট

দশম সংসদ নির্বাচনে লালমনিরহাটের পাশাপাশি রংপুর-৩ আসনেও প্রার্থীর তালিকায় রয়েছে এরশাদের নাম। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা সাবেক এই রাষ্ট্রপতি ওই আসনে বিজয়ী হতে চলেছেন।

লালমনিরহাট-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের মো. সাদেকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৫৫১ভোট।

এই আসনে ভোটার ২ লাখ ৭৬ হাজার ৫৭৬ জন, এর মধ্যে ১৩১ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ৯২৭। বাতিল ভোট ৩১৮১।

লাঙ্গল প্রতীকে এরশাদ পেয়েছেন ৫ হাজার ৩৮১ ভোট।

ফাইল ছবি

রংপুর-৩ আসনে ভোট ভোটার ৪ লাখ ৫৫ হাজার ৬২০ জন। মোট ২০৫ কেন্দ্রের মধ্যে যতগুলোর ফলাফল পাওয়া গেছে, তাতে এরশাদ তার প্রতিদ্বন্দ্বী জাসদের মো. সাব্বির আহমেদ থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এই নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে নানা ধরনের বক্তব্য রয়েছে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় এক অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাখ্যাত হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।