আমাদের কথা খুঁজে নিন

   

বুঝলিনা তুইইইই, হোয়াট ইজ ভোট!!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; ঘুমিয়েছেন?
মুভি দেখেছেন?
ঘোড়ার জন্য ঘাস কেটেছেন?
বাসার ধোয়া জামা কাপড়গুলো আবার ধুয়েছেন?

আমি শিউর, আজকে ভোট দেয়া বাদে আর যা যা করছেন সব কাজই অতি উত্তম হয়েছে। কারন মরা বাঘ শিকারে গিয়া আর কি লাভ! আপনি তো জানেনই বাঘটা মড়া। এক বেটা বাঘের লেজ কাইটা নিয়া আসছে, সবাই কইল তোমার তো অনেক সাহস! তা আনছ যখন তখন লেজ আনছ ক্যান? বাঘের মাথাটাই নিয়া আসতা! তখন সেই বেটা জবাব দিল, আনতে তো চাইছিলাম! কিন্তু মাথাটা আগেই কে যেন কাইটা নিয়া গেছে!
তো যা বলছিলাম খামকা এত্ত নাটক কইরা ভোট নিয়া কি লাভ! আর ভোট দিয়াই বা কি লাভ! এইটা তো জানা যে কে জিতব। এই নির্বাচনে নুরা পাগলারে একখান নৌকা মার্কা দিয়া দাড় করাইয়া দিলে ও জয় লাভ কইরা আসত।

কিন্তু সারাদিন যে ব্যাপারটা নিয়া আমার বাসায় কারও শান্তি ছিল না তা হইল আমার বোনের 'ভোটের' ডিউটি।

আমি এবং আমার বাসার কেউ জীবনেও শুনে নাই যে ব্যাংক থেকে নির্বাচনের ডিউটি তেও এসাইন করা হয়!! তো বেচারি আর কি করব! বাধ্য হয়ে গেছিল আজকে নির্বাচন করাইতে! ওইদিকে আমাদের সবার তো ঘুম, খাওয়া দাওয়া সব হারাম। আমার বাবা থাকলে তো টেনশনে একটার পর একটা ধূম্রশলাকা জ্বালাইতেন। কিন্তু আমার বেশি টেনশনে কেবল বা*রুম এ যাইতে মনচায়। তাও আবার এই শীতকালে! এও কি সহ্য হোতা হ্যায়?

শেষ পর্যন্ত আল্লাহর অসীম রহমতে বোন আমার কিছুক্ষন আগে কোন ভেজাল ছাড়াই বাসায় পৌছাইছে। শুকুর আলাহামদুলিল্লাহ।

ভয়ের নির্বাচন সাকছ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.