আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবাড্ডায় ককটেল বিস্ফোরণে শিশু আহত

রাজধানীর মধ্যবাড্ডায় ককটেল বিস্ফোরণে মো. ফাহিম (৮) নামে এক শিশু আহত হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ফাহিম মধ্যবাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবার নাম শহিদ, পেশায় রিকশাচালক।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, বাসার সামনে ইয়াসিন (৭)  নামে এক বন্ধুর সঙ্গে খেলা করছিল ফাহিম।

এ সময় অজ্ঞাত পরিচয়ের দু'জন লোক এসে তাদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে চলে যায়। ব্যাগে একটি টেনিস বল ও লাল টেপে মোড়ানো দুইটি ককটেল ছিল। এরপর ফাহিম টেনিস বল দেখতে পেয়ে ব্যাগ থেকে বের করার সময় ককটেলটি বিস্ফোরণ হয়। এতে ফাহিমের বাম হাতের আঙ্গুল ক্ষত বিক্ষত হয়ে যায় এবং ইয়াসিনও সামান্য আহত হয়।

এরপর ফাহিমকে নিয়ে তার মা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।