আমাদের কথা খুঁজে নিন

   

স্মাট ডিভাইস বা ট্যাব/মোবাইল উপযোগী একটা ভালো ওয়েবসাইট কেন দরকার?

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

আজকের আধুনিক যুগে মানুষ সবসময় কানেক্টেড থাকতে চায় সেজন্য পিসি বা ল্যাপটপ ছাড়াও মানুষ ট্যাব /মোবাইল এর মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্রাউজ করে আর তারই আলোকে একটা ভালো ওয়েবসাইটের মোবাইল ভার্সন থাকা জরুরি । মোবাইল উপযোগী সাইটের সাহায্যে সবসময় আপনি কানেক্টেড থাকতে পারবেন পিসি ল্যাপটপ মোবাইল বা ট্যাব থেকে ,সবসময় সব জায়গায় |


বর্তমান যুগে মোবাইল অপটিমাইজ সাইটের চাহিদা দিনকে দিন বাড়ছে কারণ মানুষ তার প্রয়োজনেই সবসময় অনলাইনে কানেক্টেড থাকতে চাচ্ছে আর এর প্রধান অবলম্বল হয়ে উঠছে মোবাইল বা ট্যাবলেটের মতো পোর্টেবল ডিভাইসগুলো আর এ জন্যেই বর্তমানে বিশাল সংখ্যক অনলাইন ভিজিটরদের কাছে নিজের কোম্পানির ওয়েবসাইটটিকে তুলে ধরতে অবশ্যই ওয়েব সাইটটিকে পিসি বা ল্যাপটপ উপযোগী করার সাথে সাথে মোবাইল/ট্যাব এর মতো পোর্টেবল ডিভাইস উপযোগী করে তৈরি করা উচিত

যেমন উদাহরণ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ ব্রান্ডস এবং কারমুডি ওয়েব সাইটটি যারা তাদের সাইটগুলো পিসি/ল্যাপটপ উপযোগী করার পাশাপাশী মোবাইল /ট্যাবলেট থেকেও যেন সহজে ব্রাউজ করা যায় সে উপযোগী করে তৈরি করেছে । এক্ষেত্তে এই সাইটটির ভিজিটররা সব জায়গা থেকে সবসময় সাইটটি ব্রাউজ করতে পারবে । আর এ জন্যই বর্তমানে কোম্পানিগুলো মোবাইল বা ট্যাবলেট অপটিমাইজ সাইট তৈরীতে বিশেষ নজর দিচ্ছে ।

আরেক একটা জিনিস বিশেষ ভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেমন ধরুন একজন মানুষ দশ দিক থেকে দক্ষ হতে গেলে সে কি যেকোন একদিক থেকে স্প্রেশালিষ্ট হতে পারে? না পারে না কারন স্প্রেশালিস্ট হতে হলে যেকোন একদিকের খুটি নাটি আর নাড়ি নক্ষত্র জানতে হয় ।



তেমনি একই কেনা বেচার সাইটে যখন সবই বিক্রি হয় তখন নির্দিষ্ট করে কোন কিছুর সব পাওয়া খুটি নাটি থেকে সব নাড়ি নক্ষত্র কিন্তু পাওয়া যায়না । এজন্য দরকার ডেডিকেটেড স্প্রেশালিস্ট সাইট ।

যেমন ধরুন একটি সাইটে হরেক রকমের জিনিসপত্র কেনাবেচা হয় যেমন ইলেকট্রিক ,ইলেকট্রনিক্স ,জমি ,বাড়ী ,গাড়ী ইত্যাদি তাহলে আপনি কখনোই আপনার নির্দিষ্ট জিনিসটির সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন না । কিন্তু একটি সাইটে যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রডাক্ট কেনা বেচা হয় তাহলে অবশ্যই সেই নির্দিষ্ট প্রডাক্টটি সম্পর্কে বিস্তারিত খুটিনাটি আপনি সেই সাইটে পাবেন ।

কেনা বেচার হাজারটা সাইটের ভিতরে কিভাবে আপনার প্রয়োজনীয় ডেডিকেটেড স্প্রেশালিস্ট সাইটটি খুজে পাবেন ?

এই প্রশ্নের সমাধানের জন্যই এই লেখা , ধরুন আপনার কেনাবেচার প্রয়োজন হলো যে কোন যানবহন যেমন কার ,মটরসাইকেল ,ট্রাক ইত্যাদি ইত্যাদি তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে এ সম্পর্কিত ডেডিকেটেড সাইটে যেতে হবে যেখানে শুধুমাত্র যানবাহন কেনাবেচা করা হয় তাহলে আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন ।

আর আমার ব্যক্তিগত মতামত এবং অভিজ্ঞতা তাই বলে |




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।