দশম জাতীয় সংসদে দলটির প্রতিনিধত্ব করবেন এর প্রধান সমন্বয়ক এসএম আবুল কালাম আজাদ, যিনি রোববার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৭ আসনে ৪৩ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
এ আসনে তার নিকট প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান মৃধা পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট।
গত ১৮ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বিএনএফ।
আবির্ভাবের শুরু থেকেই দলটি জন্ম দেয় নানা বিতর্কের। নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘আদর্শে উদ্বুদ্ধ’ দলটি গমের শীষ প্রতীক চেয়ে আলোচনার ঝড় তোলে।
দলটির পতাকা, পোস্টারে জিয়াউর রহমানের ছবি এবং তার ১৯ দফা ব্যবহার করায় বিএনপির পক্ষ থেকে বিএনএফকে নিবন্ধন না দিতে নির্বাচনের কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানানো হয়।
বিএনএফের জন্মকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে একে ‘ভুঁইফোড় সংগঠন’ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের একাধিক শীর্ষ নেতা। দলটিকে নিবন্ধন দেয়া হলে নির্বাচন কমিশনকে কোনো ছাড় না দেয়ারও হুমকি দেন খালেদা জিয়া।
বিএনএফের প্রতিষ্ঠালগ্নে অবশ্য এর প্রধান ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তবে নিবন্ধন নিয়ে টানাপড়েনের মধ্যেই গত ২৩ সেপ্টেম্বর তিনি দলটিকে ‘বিলুপ্ত’ করার ঘোষণা দিয়ে তিনি সরে দাঁড়ান।
। পরে দলের সমন্বয়কের দায়িত্ব নেন আবুল কালাম আজাদ।
বিএনএফকে নিবন্ধিত করার বিষয়ে গত ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে আনুষ্ঠানিক কোনো আপত্তি না পাওয়ায় দলটিকে সনদ দেয় কমিশন। বিএনএফকে নিয়ে বর্তমানে ইসির নিবন্ধিত দল ৪০টি।
নবম সংসদের আগে ২০০৮ সালে প্রথমবারের মতো ৩৯টি দল নিবন্ধন পায়।
পরে গঠনতন্ত্র সংশোধন না করায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। আদালতের আদেশে নিবন্ধনে যোগ হয় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিএনএফফের আগে ‘বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট’ নামে আরেকটি দল নিবন্ধন পেয়েছে।
আর দলীয় গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।