আমাদের কথা খুঁজে নিন

   

এই পোস্টটা সকল বন্ধু, বান্ধবি, বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন,মামা, চাচা সহ সর্বপরি সকল বাঙালির জন্য।

সমাজে ২ রকম মানুষ আছে । ১। যাঁদের কিছু বলার আছে ২। যাঁদের কিছু বলতেই হবে। আমি নিশ্চিত আমি প্রথম দলে ।

কারন আমি যা বুঝি না তা নিয়ে কথা বলি না । আজাইরা পিরিতের ধার ধারি না। যা সত্য তাই কই ।

ভারতের কলকাতা কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো জমিদারদের কিছু উত্তরসুরী রয়ে গেসে. জমিদারী লাটে উঠে এখন মরি বাঁচি অবস্থা কিন্তু জমিদারী ভাব এখনো যায় নাই. দুর্ভাগ্যজনক ভাবে স্বয়ং আমাদের বাংলাদেশের এখন সেই দশা. গৌরবময় উজ্জল সোনালী অতীতের সেই গল্প আজ যেন গ্রিক পুরানের রুপকথা. তবুও আমরা সেই অতীতের ঘুমপাড়ানি গল্পে বিভোর থাকতে চাই. দুনিয়ার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের বুদ্ধি প্রতিবন্ধী রাজনীতিকদের নির্বাচনী ইশতেহারে বন্ধি হয়ে গিয়েছে. কিন্তু কিছু বিষয় আছে যা আমরা নিজেরা অবহেলা করি যেমন বাংলা ভাষার ব্যাবহার ও সাধারণ কিছু নিয়ম কানুন। যাই হোক বাংলা ভাষার কিছু বিষয়ে আমি গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে আই স্ট্যাটাসটি দিচ্ছি।

এটা একটা গঠনমুলক স্ট্যাটাস কেউ ব্যাক্তিগত ভাবে না নিয়ে, কোন ভাবে উপকৃত হলে আমি সার্থক।



প্রসঙ্গে আসি, যাদের স্মার্টফোন ঙ্কিংবা ল্যাপটপের বাংলা কিবোর্ড ব্যাবহারের সুযোগ নাই তারা সাধারণত English phonetic spelling ব্যাবহার করে বাংলা লিখে থাকেন। মজার বিষয় হচ্ছে বেশির ভাগ মানুষই জানেন না কিভাবে English phonetic spelling ব্যবহার করে বাংলা লিখতে হয়। যেমন ধরুন কাউকে ভাই অথবা ভাইয়া লিখতে হলে আমরা বেশির ভাগ লিখি vhai or vhaia or vhabi. দুর্ভাগ্যজনক ভাবে অনেকই খেয়াল করেন না V = bh = ভ । V এর পরে H লাগালে বাংলায় এমন কোন বর্ণ নাই যা Vh কে উচ্চারণ করতে পারে।

( করা গেলেও ফুসফুসের সকল বাতাস বেরিয়ে হৃদক্রিয়া বন্ধ হবার সম্ভাবনা আছে )



কিংবা আপনি যদি লিখতে চান "আমি", অনেকই লিখেন Ame. ইংরেজি E এর উচ্চারণ ই এর মতো হলেও তা বাংলায় এ-কার এর কাজ করে। সেক্ষেত্রে আমি এর phonetic spelling হবে Ami. য-ফলা এবং সংযুক্ত বর্ণের ক্ষেত্রেও বেশ বিভ্রান্তি লক্ষ করা যায়। শুদ্ধ বাংলায় বিদ্যালয় হবে Bidyaloy কিন্তু অনেকেই লিখেন Biddaloy যার উচ্চারণ দাড়ায় বিদ্দালয়, যা ভুল।



কোনটা কিভাবে লিখতে হবে সেটা আমার কথা না IPA ( international phonetic association) এর কথা। সময় পেলে গুগুল করে দেখে নিতে পারেন।

বিষয়টা আধুনিক বাংলা দ্বিতীয় পত্রের সব বইতেই আছে আর তাছাড়া কমন সেন্স বলে ও তো কিছু একটা আছে, তাই না? chute dela basay gay parta hoba( ছুতে দেলা বাচায় গায় পারতা হবা) এর মতো বিব্রতকর কিছু একটা লিখার চেয়ে chuti dile bashay giye porte hobe লিখাটা নিঃসন্দেহে অর্থবোধক ও স্রুতিমধুর। একটা কিছু লিখার আগে যদি আমরা সবাই নিশ্চিত হয়ে নিই যা লিখছি, ঠিক লিখছি তো! তাহলে লিখার গুনগত মান এবং আপনার ব্যাক্তিত্ব সম্পর্কে পাঠকের ধারনা উন্নত হবে; তা হতে পারে একটা ছোট ফেসবুক স্ট্যাটাস অথবা মন্তব্য ও।



আমাদের ইংরেজির অবস্থা তো ভেরি আনপসিবল টু আন্ডারইস্ট্যান্ড তবুও কোন সমস্যা নাই ইয়াহুদি নাসারাদের ভাষা না হয় নাই পারলাম। কিন্তু রক্ত দিয়ে অর্জিত মাতৃভাষা বাংলাকে আমরা কতটুকু জানি! আমার স্ট্যাটাসটা যারা পড়ছেন আমি ১০০% নিশ্চিত সবাই শিক্ষিত এবং তা শিক্ষা বোর্ড সার্টিফিকেট দিয়ে নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সুশিক্ষিত কিনা তা আপনি নির্ধারণ করবেন। অশ্লীল অস্বাভাবিক বিকৃত ভাষায় কথা বলা ও লিখা আর যাই হোক শিক্ষিত তরুন প্রজন্মের ট্রেন্ড হতে পারে না।

আসুন বাংলাদেশের ও বাংলা ভাষার স্বর্ণালি অতিতের গৌরভে অন্ধ না থেকে চোখ খুলে বর্তমানকে ঠিক করি। নিজেকে দিয়েই হোক না শুরু। আমরাই তো বাংলাদেশ, তাই না!(y)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।