প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
নীলাকে আমি মন দিয়েছিলাম
সে আমাকে একমন সুবাস দিয়েছিলো
নীলার কোলে আমি মাথা রেখেছিলাম
অরণ্যে সেদিন বিকেল গড়েছিলো।
চোখ বুজে আমি নীলাকে অনুভব করছিলাম
স্বর্গের অনুভব জমেছিলো হৃদয়ের ভীড়ে
চোখ খুলে দেখি নীলার চোখ ভরে গেছে নীরে
মনে হলো, আমি কি নীলাকে কষ্ট দিলাম ?
নীলা কাউকে ভালোবেসেছিলো কি ?
তার কথা মনে হওয়াতে এই শিশিরের জল ?
না আমারই ভালোবাসার নির্যাস তরল ?
আমার এখনো বোঝার সেকথা বাকি।
নীলা যদি ভালোবেসে থাকে সেই অরণ্যবেলায় !
সার্থক মানব জন্ম আমার এই ধরার ধূলায়।
০৭.০১.২০১৪
অরণ্যবেলায়, নীলার কোলে
___ শাফিক আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।