আমাদের কথা খুঁজে নিন

   

সারাবিশ্বের কেন্দ্রীয় ইমামিয়াত এক অদৃশ্য মহাশক্তির দিকে ধাবমান! সে মহাশক্তিই ‘খলীফাতুল উমাম’!!

অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।

দিনের অবসানে যেমনি রাতের আগমন তেমনি রাতের অবসানেও আসে দিন! সময় পরিবর্তনশীল। সময় নিরন্তরভাবে তার গতিতে বয়ে চলেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমি সময়কে মানুষের মাঝে আবর্তিত করে থাকি। ”
পবিত্র দ্বীন ইসলাম উনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল হেরা গুহায় ইলাহী উনার জ্যোতি বিকাশের মাধ্যমে।

হেরা গুহার অভ্যন্তরে বিকশিত সেই পবিত্র জ্যোতিই আলোকিত করেছিল গোটা দুনিয়া। এখনও আলোকিত করে চলেছে বিশ্ব বিবেককে। এক সময়ের হেরার পবিত্র সেই জ্যোতি বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল। কাল পরিক্রমায় সেই জ্যোতির সুনির্মল উজ্জ্বল আলো ত্যাগ করে যখন অন্ধকারকে পছন্দ করতে থাকলো মুসলিম জনগোষ্ঠী তখন আঁধার তাদেরকে গহীন আঁধারের চাদরে আবৃত করে রাখলো দীর্ঘকাল। অনেক অনেক দিন ঘুমিয়ে থাকলো মুসলিম উম্মাহ! জাগাতে আগমন হলো অনেক মহান মহান মুজাদ্দিদ উনাদের; কিন্তু কুল-কায়িনাতের সবাই জেগে উঠলো না।

এমনই ক্রান্তিকালে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন এবং উনারই প্রিয়তম হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অসীম দয়া ও ইহসানে প্রেরিত হলেন যুগ ইমাম। কালসন্ধিক্ষণে প্রচার হতে থাকলো উনার সুমহান তাজদীদ। শুধু কী তাই, এ যুগে বিরাজমান নব্য জাহিলিয়াতের পর্দা ছিন্ন-ভিন্ন করে, অপসৃয়মান অপশক্তির বিনাশে হাদিয়া করলেন বিশ্ব বিবেকের জাগরণী নূর আলাইহিস সালাম উনাকে। আপ্ত মমতায় তিনি মুজাদ্দিদে আ’যম উনার মহান নূর মুবারক উনাকে বিকশিত করে তামাম বিশ্বকে আলোকিত করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। অচিরেই বিকশিত হবেন তিনি।

জাগিয়ে তুলবেন বিশ্ব বিবেককে, ঘুমন্ত মুসলিম উম্মাহকে! নিশ্চিহ্ন করবেন যালিমের তখতকে। তিরোহিত করবেন কাফিরের জুলমাতকে। সত্যের নূরে আলোকিত হবে মহাবিশ্ব! খিলাফতের হিলালী ঝা-া পতপত করে উড়বে বিশ্বময়। উদ্ধার হবে মুসলমানগণের হৃত গৌরব!
কুল-কায়িনাতের কেন্দ্রীয় ইমামত সেই মহাশক্তির দিকেই ধাবমান! তিনি প্রকাশিত হওয়ার অপেক্ষায়! এই তো এলেন বলে! কোন শক্তি নেই উনাকে রুখবার! দুর্বার গতিতে সফর করবেন কুল-কায়িনাত! সেই মহাসত্যের নূর সমাগত প্রায়! কিছুক্ষণই বাকি মাত্র! কিন্তু কে তিনি? কে তিনি? তিনি তো সেই মহাশক্তি, মহান নূর, যামানার মহান ইমাম উনার মহাশক্তিধর বীরবাহু, সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত সর্বাধিক প্রজ্জ্বলিত নূর মুবারক! কিন্তু তারপরও কে তিনি? হ্যাঁ, বলছিলাম সে কথাই- যার সুমহান ইমামতের দিকে ছুটে চলেছে কুল-কায়িনাত। হ্যাঁ, তিনিই তো সেই মহান নূর, নূরে ইলাহী, নূরে হাবীবী, নূরে মুজাদ্দিদে আ’যম, নূরে উম্মুল উমাম হযরত শাহযাদা ক্বিবলা কা’বা আলাইহিস সালাম যিনি হলেন যুগের ইমামে ছানী ‘খলীফাতুল উমাম’।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.