আমাদের কথা খুঁজে নিন

   

সেরা ‘কাঙ্ক্ষিত’ নারী দীপিকা

ভারতের সবচেয়ে কাক্সিক্ষত নারীর খেতাব অর্জন করায় টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আমি মনে করি আমার কাজের মধ্য দিয়েই এই স্থানটি অর্জন করেছি আমি। আমি মনে করি না বাহ্যিক সৌন্দর্য এ অর্জনের একমাত্র কারণ। ”
দীপিকার কাছে জানতে চাওয়া হয় তার মতে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে? জবাবে তিনি বলেন, “আমি মনে করি এ পদটির দাবি রাখেন আমার বাবা। তার মেয়ে হিসেবে নয়, তবে আমি বিশ্বাস করি তিনিই আদর্শ। আমি তাকে অত্যন্ত সম্মান করি।

তবে যদি সহকর্মীদের মধ্যে কাউকে বেছে নিতে হয় তবে আমি বলব শাহরুখ খান সবচেয়ে আকর্ষণীয়। আমি জীবনের প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’-এ তার সঙ্গে কাজ করেছিলাম। আমি তখন টিনসেলে পুরোপুরি নতুন। তবে ‘চেন্নাই এক্সপ্রেস’-এ আমি আরও ভালোভাবে তাকে জানতে পেরেছি। তার ভেতরে অনেক ভালো দিক রয়েছে।


‘রামলীলা’ ছবির সহশিল্পী রণবীর সিং কিছুদিন আগে সবচেয়ে কাঙ্ক্ষিত সহ-অভিনেত্রী হিসেবে অভিহিত করেছিলেন দীপিকাকে। এ বিষয়ে জানতে চাইলে দীপিকা বলেন, “রণবীর খুব ভালো একজন বন্ধু। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। ও এখন আমাকে সবচেয়ে কাক্সিক্ষত সহকর্মী মনে করছে, কিছুদিন পর অন্য কারও সঙ্গে কাজ করলে তার আরও ভালো লাগতে পারে। ”
অন্যদিকে ২০১১ সালের ধারা বজায় রেখে ২০১২-তেও ওই তালিকার দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

‘চিকনি চামেলি’-খ্যাত ওই অভিনেত্রী ‘এক থি টাইগার’ এবং ‘জাব তাক হ্যায় জান’ এ দুটি বক্স অফিস মাতানো সিনেমার সুবাদে রয়েছেন আলোচনার শীর্ষে। তার নাচের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়েও তিনি হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে কাক্সিক্ষত নারীদের অন্যতম।
২০১২ সালে পতৌদি নবাব সাইফ আলি খানের বেগম হওয়ার পরও অভিনেত্রী কারিনা কাপুরের ইমেজে কোনো প্রভাব পড়েনি। তিনি রয়েছেন কাঙ্ক্ষিত নারীর তালিকার তৃতীয় স্থানে। ২০১২ সালে ‘এক ম্যায় অর এক তু’, ‘এজেন্ট ভিনোদ, ‘হিরোইন’ এবং ‘তালাশ’ সিনেমার মধ্য দিয়ে বক্স অফিসের শীর্ষে ছিলেন বেবো।

বিয়ের পর আইটেম সং (ফেভিকল সে) করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
সবাইকে বেশ অবাক করেই কাঙ্ক্ষিত নারীর তালিকার ৪র্থ স্থানটি দখল করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘জোকার’ সিনেমাটি বক্স অফিসের দৌড়ে টিকে থাকতে না পারলেও সিনেমাটির ‘কাফিরানা’ আইটেম সংটি চিত্রাঙ্গদাকে বেশ জনপ্রিয় করে তুলেছে।
‘বিগ বস’-এর সুবাদে ভারতে বেশ পরিচিতি পেয়েছিলেন ইন্দো-কানাডিয়ার পর্নো তারকা সানি লিওনি। পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে নানা সমালোচনার পর টিনসেলে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন তিনি।

আর কাঙ্ক্ষিত নারীর তালিকায় ৫ম স্থান অর্জনের পর সে ধারায় যেন নতুন মাত্রা যুক্ত হল। বর্তমালে ‘রাগিনী এমএমএস ২’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ‘লাইলা’ আইটেম সংটিও তার জনপ্রিয়তার আরও একটি কারণ।
৬ষ্ঠ স্থানটি দখলে আছে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। ২০১২ সালটি ‘অগ্নিপথ’ এবং ‘তেরি মেরি কাহানি’ সিনেমা দিয়ে শুরু করেছিলেন তিনি।

আর বছর শেষে ‘বারফি!’ সিনেমায় তার অভিনীত ঝিলমিল চরিত্রটি তাকে এনে দেয় অনেকগুলো আসরে সেরা অভিনেত্রীর খেতাব।
৭ম স্থানে রয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। ২০১২ সালে তিনি ‘রাজ থ্রি’, ‘প্লেয়ারস’, ‘সিঙ্গুলারিটি’ এবং সম্প্রতি ‘আতমা’ সিনেমায় কাজ করেছেন। অন্যদিকে ৮ম স্থানে আছেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘হাউজফুল ২’ এবং ‘রেস ২’ সিনেমা দুটি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য।

‘লাট লাগ গেয়ি’ গানটিতে তার আবেদনময়ী রূপ আলোচনায় নিয়ে এসেছিল তাকে।
তালিকার ৯ম স্থানে আছেন নার্গিস ফাকরি। ‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে বলিউডি জগতে পরিচিতি পান তিনি। বর্তমানে তিনি সুজিত সরকারের পরিচালনায় জন আব্রাহামের সঙ্গে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি উদয় চোপড়ার সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা গেছে।


তালিকার ১০ম স্থানে থাকা অভিনেত্রী সোনাক্ষি সিনহা অভিনীত ‘দাবাং ২’, ‘রাউডি রাঠর’ এবং ‘সন অফ সর্দার’ এ তিনটি সিনেমা মুক্তি পায় ২০১২-এ। এখন তিনি ‘লুটেরা’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২’, ‘বুলেট রাজা’ এবং ‘র‌্যাম্বো রাজকুমার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।