আমাদের কথা খুঁজে নিন

   

অন্য ধর্মাবলীদের উপর হামলা যেমন ঘৃণ্য, তেমনি সেকারণে অন্যের ধর্মের উপর দোষ দেয়াও ভুল

আমি এবং আমার কথা, কবিতা, গান, আমার অবসরের নাম।

অন্য ধর্মের মানুষের উপর হামলা কোনো ধর্মই বলে না। কিছু মানুষ আজ রাজনৈতিক কারনে অন্ধ হয়ে অথবা বেশি ধর্ম ভীরু হয়ে এই সব কাজ করছে, আমি জানিনা কে কে (আমার বন্ধু লিস্ট এ) এইটাকে সাপোর্ট করেন, তবে যারা যারা করেন তারা আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি কতটুকু বোকা। আপনি অন্য ধর্মাবলীর লোকজনের উপর হামলা চালিয়ে বরং নিজেই নিজের জন্য জাহান্নামে জায়গা করে নিচ্ছেন। আল কোরআন, বেদ, বাইবেল বা ত্রিপিটক কোথাও এই রকম লেখা নাই।

আজ বিশ্বে যেসব ধর্মীয় দাঙ্গা হচ্ছে সেগুলা মানুষের বিবেক, বুদ্ধি লোপের প্রমাণ করে, প্রমাণ করে কেয়ামতের আলামত। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আজ আপনি রাজনৈতিক প্রেমে অন্ধ, আপনি জামাত শিবির বা আওয়ামীলীগ বি এন পি যেটাই হোন না কেনো, শেষ বিচারের দিন কিন্তু আপনাদের সুপারিশ কোনো নেতাই করবেনা, আর জাহান্নামের জন্য সুপারিশ লাগে না, আপনাদের কর্মই সব কিছুর প্রমাণ। সেখানে আপনাদের চেলা পেলারাও পোস্টার নিয়ে মিছিল করবে না। আর সবাইতো মরবেন, একটু কি ভয় করে না যে আপনি আগুন লাগাচ্ছেন এর ঠিক তখনই গণধোলাই খেয়ে মরে গেলেন।

লাভ কোথায়? তখন তো ডবল শাস্তি। নিচে কিছু বাণী দেয়া হলো। আর যারা মনে করেন ইসলাম ধর্মে এই রকম অত্যাচারের কথা আছে কিনা, তবে নিচের বাণী গুলো পড়ুন। ইসলাম কিংবা কোনো ধর্মই এইগুলা সমর্থন করে না। তাই ধর্মের উপর রাগ করে উল্টা পাল্টা বলবেন বা করবেন না কেউই।

সেটা অনেক বড় গুনাহ।

“Beware! Whoever is cruel and hard on a non-Muslim minority, or curtails their rights, or burdens them with more than they can bear, or takes anything from them against their free will; I (Prophet Muhammad) will complain against the person on the Day of Judgment.” (Abu Dawud)


“Whoever kills a person who has a truce with the Muslims will never smell the fragrance of Paradise.” (Saheeh Muslim)

“…There is no compulsion in religion…” (Quran 2:256)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।