আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাউডভিত্তিক গেইম আনছে সনি

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভবিষ্যতে সানির প্লেস্টেশন গেইমিং কনসোল ছাড়াও ইন্টারনেট ব্যবহারের উপযোগী বিভিন্ন ডিভাইস ব্যবহার করে উপভোগ করা যাবে প্লেস্টেশনের সুযোগ-সুবিধা।
অনুষ্ঠানে সনি জানায়, ক্লাউড বেইজড সিস্টেমে সনির সার্ভারের সঙ্গে যুক্ত ইন্টারনেট ব্যবহারকারীরা গেইমিং কনসোল ছাড়াই বিভিন্ন ধরনের গেইম খেলতে পারবেন। এতে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গেইম খেলা যাবে।



কোন ধরনের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ক্লাউড বেইজড গেইমিং সুবিধা পাওয়া যাবে সে তথ্য এখনও প্রকাশ করেনি সনি। তবে সনির ক্লাউড সাবসক্রাইবাররা আপডেট ভার্সনের গেইম খেলার সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
গতবছর ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ প্লেস্টেশন ফোর গেইমিং কনসোল বিক্রি হয়েছে বলে জানিয়েছে সনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.