আমি নিজে যে কি তা নিজেই জানি নাহ
Canada পৌছে ভাইয়ার বাসায় উঠলাম। বাইরে তুষারপাত হচ্ছে। সব যেন সাদা ভূত। ফ্লাটটা ২রুমের। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে গিয়েই তো মাথা পুরাই নষ্ট হয়ে গেলো !! টেবিলে Appleর ল্যাপটপ, পাশে Assusর ট্যাব.... একটু পর ভাইয়া একটা বক্স এনে হাতে দিয়ে বলল "নাও, এটা তোমার গিফট"।
খুলে দেখি Blackberryর টাচ সেট। ভাইয়া বলে "আর টেবিলের ঐ দুটোও তুমিই ইউজ করো"। আমার অবস্থাটা একটু চিন্তা করেন। আমি তো কোনটা রেখে কোনটা দেখব বুঝতে পারছিলাম না। ঘন্টা দুয়েক পর বাইরে বের হয়ে দেখি Yamahaর চকচকে বাইক।
চাবিটা চেয়ে লং রাইডে বের হলাম। পুরা পাঙ্খা !! রাতে KFC তে ডিনার সেরে ঘুম দিলাম। অতঃপর সকালে উঠে দেখি হাতে Nokiaর C2 সেটটাই। টেবিলে আপেল আর আঙুর সাজিয়ে রাখা। মনে পড়ল স্টোর রুমে ধুলো পড়া সাইকেলটার কদা।
আর HPর সেই আদিম আমলের ল্যাপ্টপটায় উইন্ডোজ সেটআপ দিতে হবে। মানে আমি বাংলাদেশে, নিজের রুমে, ঘুম ভেঙে উঠলাম। Man lives with his DREAMS...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।