কি যেন খুজি নিজেই জানিনা
(১)
“যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না । আশা ফুরাইলে...... সব ফুরাইলো” । ‘চারুলতা’ মুভিটার বাস্তবতা বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে ভাবিয়ে তোলে ।
(২)
সাম্প্রতিক রাজনীতির এই দুঃসহ অবস্থা ‘আশা ফুরানোর’ ফল বলে আমার কাছে মনে হয় । যে হারে মানবধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষ মরছে পথে-ঘাটে-রাস্তায়- বস্তিতে - চোরাগলি কিংবা শপিং মলে ।
কখনো মরছে রাজপথে পাখির মত নিশানা করে , হকিস্তিক দিয়ে পিটিয়ে , ফায়ারিং স্কোয়াডের জাঁতাকলে , সরকারি বাহিনীর হাতে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় মানবতার উল্টো পিঠ কিংবা হাহাকারে জর্জরিত আজ সমাজ ।
(৩)
আর্থিক অসঙ্গতি , টাকা লোপাট , রাজনৈতিক দুর্নিতি , শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নিতি , বেসিক ব্যাংক ট্রাজেডি , টেন্ডার ছিনতাই কিংবা সব ধরনের আর্থিক নিরাপত্তাহিনতা এ জাতির উত্তরাধিকার সূত্রে পাওয়া এক হস্তান্তর অযোগ্য সম্পদ । যেমন শেখ মুজিব পেয়েছিলেন “চোরের খনি” ।
(৪)
সাংস্কৃতিক আগ্রাসন , লুচ্চামি, ভণ্ডামি আর প্রতারণার এক মহাযজ্ঞয়ে বিপর্যস্ত আমার এই স্বদেশ । মূল্যবোধের অবক্ষয় , অসম্মান , স্নেহহীনতা আজ সর্বত্র ।
স্যাটেলাইট চ্যানেলের আগ্রাসনে হারিয়ে গেছে বাংলার সেই গৌরব । জীবনের বাঁকে বাঁকে চলা ছোট বেলা থেকে দেখে আসা কালচার আজ উধাও । মনে হয় ‘আশা ফুরাইছে’।
(৫)
আবু রুশদ বলেছিলেন “দেশপ্রেম হচ্ছে প্রতারকের সর্বশেষ অস্ত্র” । ‘আবুলের দেশ প্রেম’ তার এই বক্তব্যকে বুঝতে সাহায্য করলে করতেও পারে !
(৬)
দেশে রাজনীতিবিদ কিংবা সরকারি পদস্থ ব্যাক্তিরা যে ভাষায় কথা বলে তা পাওয়া যায় নিষিদ্ধ পল্লীতে কিংবা অগোছাল , সঙ্গতিহীন ,ফেনা তোলা কথা বার্তা তাদের লাইফ স্টাইল আমাদের সামনে প্রকাশ করে ।
(৭)
এদেশের প্রধানমন্ত্রীর স্বামী নাকি এখনো জীবিত ! আসলে তার কি আবার বিয়ে হয়েছিল নাকি এ আবার ‘ভার্চুয়াল’ জগতের কোন ‘ডিজিটাল’ ভিনদেশি । আমার ভয় হয় গেঁজেটে প্রকাশিত এই ওয়াজেদ ‘চারুলতার’ সেই অমল কিনা যেখানে চারুলতার স্বামী সন্দেহে পড়েছিল আসলে তার স্ত্রীর গর্ভের সন্তানের মালিক কে –সে নিজে না ভিনদেশি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।