আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনাকে ফোনে মনমোহনের অভিনন্দন

সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার বিকাল সাড়ে ৩টায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা।

শপথ শেষে প্রধানমন্ত্রী গণভবনে ফেরার পর সন্ধ্যা ৬টা ৫মিনিটে ভারতের প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করে ১০ মিনিট কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

“তিনি দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

“ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের সরকার ও জনগণ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকবে’।”

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র শক্তিশালী করার অভিযাত্রায় তার ও বাংলাদেশের জনগণের কল্যাণ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.