আমাদের কথা খুঁজে নিন

   

নববধূর জন্য বাড়ি সাজাচ্ছেন জন

নিজের মুখে এখনও না বললেও প্রিয়ার সঙ্গে জনের বিয়ের খবর বলিউডের প্রায় সবারই জানা। নিউ ইয়র্কে একসঙ্গে নতুন বছর উদযাপনের পরপরই বিয়ের কাজটি সেরে ফেলেছেন ওই জুটি। তবে নববধূকে রেখে একাই ভারতে ফিরেছেন জন। উদ্দেশ্য, সম্ভবত, স্ত্রীর জন্য তার পুরনো বাড়িটি নতুন করে সাজানো।

মিডডে জানিয়েছে, মুম্বাই ফেরার পর থেকে জন ব্যস্ত আছেন তার বাড়ি সাজানোর কাজে।

ব্যাচেলরের আবাস এখন স্ত্রীর জন্য নতুন করে সাজাচ্ছেন তিনি। ফেব্রুয়ারি মাসেই এসে পৌঁছাবেন স্ত্রী ‘প্রিয়া রুঞ্চাল আব্রাহাম’।

নতুন বছরের শুরুতে ভক্তদের চমকে দিয়ে টুইটারে নিজের বিয়ের খবর জানান জন। তাও সরাসরি নয়, আকার ইঙ্গিতে। এ বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন এই অভিনেতা।

জন জানিয়েছেন, আগামীতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন তিনি। আর শুধুমাত্র তখনই জানাবেন ‘প্রকৃত’ ঘটনা।

২০১১ সাল থেকে জন প্রেম করছেন আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রিয়া রুঞ্চালের সঙ্গে। তার আগে ২০০২ সাল থেকে প্রায় ৮ বছর তিনি প্রেম করেন অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। ২০১১ সালের শুরুতে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।