১১ জানুয়ারি মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে এ বিষয়ে এক প্রস্তুতি কর্মশালা আয়োজিত হয়। “পাবলিক রিলেশনস এজ এ ড্রাইভিং ফোর্স ফর স্টার্টআপস” শিরোনামের ওই কর্মশালা ছিল এ ধরনের তৃতীয় আয়োজন। মাইক্রোসফট বাংলাদেশ প্রতিযোগিতাটির অন্যতম আয়োজক।
বিকেল ৩ টায় শুরু হওয়া কর্মশালায় ৫০টিরও বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান অংশ নেয় বলে জানিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। সেশন পরিচালনা করেন ফিউচার লিডার্স এর প্রধান নির্বাহী কাজী এম আহমেদ।
উদ্যোক্তাদের পাবলিক রিলেশনস, অর্থাৎ জনসংযোগ দক্ষতা বাড়াতে এটমোস স্ট্র্যাটেজিকের প্রেসিডেন্ট ক্রিস্টেন বার্গমেন, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এর সিনিয়র লেকচারার এম রিজওয়ান শরীফ এবং ইম্প্যাক্ট পিআর এর প্রধান নির্বাহী সাবরিনা জামান একটি প্যানেল আলোচনায় অংশ নেন। এই সেশনের শেষে উদ্যোক্তাদের জন্য আরেকটা ‘ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেশন’ আয়োজন করা হয়।
অনশগ্রহণকারী উদ্যোক্তাদের একটি নির্দিষ্ট সময় থেকে সাত মাসের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হয়। ২০১১ সাল থেকে ৩৬টি দেশে ১১০০’র বেশি নতুন ব্যবসাপ্রতিষ্ঠান এতে অংশ নেয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়াশিংটন টাইমস এর সাবেক সম্পাদক এড কেলি, আইসিটি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্যামাপ্রসাদ ব্যাপারী, এটমোস স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স এবং ইউএসএ এর প্রেসিডেন্ট ক্রিস্টেন বার্গম্যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।