আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রী-ল্যান্সার / আউটসোর্সিং এর হেল্প এর কিছু প্রয়োজনীয় লিংক, যা আপনাকে সাহায্য করবে

সুচনা ছাড়া লিখতেই ভালোবাসি। তাই শুরু করলাম সুচনা ছাড়া। যা হবে ডিরেক্ট । মেজাজটা ভিষন খারাপ। কিচ্ছুক্ষন আগে বিশাল বড় একটা টিউন করলাম।

সেটা অনেক বড় ছিল। featured image এড করবো আর পাবলিশ করব, এমন সময়ে ব্রাউজার রিস্টার্ট নিল। সেই সকাল থেকে ওপেন... যাই হোক ছোট করে লিখলাম। পরে আর একদিন সময় পেলে আবার সেটি লিখব।
আসলে যে কোন কিছুর জন্য একটা ছায়া/ব্যাকগ্রাউন্ড থাকা চাই।

অনলাইনে আর্ন করব বললেই আর্ন করা যায় না। আবার কাজ জানি বললেই কাজ পাওয়া যায় না। তাই টিপস জানা চাই। আবার কাজ জানেন না কিন্তু কাজ হাতে নিলেন, এটা আরো পেইন এর জিনিশ। ইচ্ছা শক্তি আর পরিশ্রম টাই মেই।

আর বেসিকটা জানলে অনেক উপকারে আসে। কেউ ১ বছরেও কাজ পায় না আবার কেউ ১০ দিনেই কাজ পায়। মানে কি? সহজ। তারা জানে কি করতে হয়। মিছে মিছি কাজের পেছনে যারা ছোটে , কাজ তাদেরকে ধরা দেয় না।

আবার কাজ কিন্তু আপনাকে খোজে । তাই কিছু জিনিস জানা আমাদের খুব প্রয়োজন। যেমন, কাজের জন্য কিভাবে বিড করবেন। কি করলে ভালো হয় এই সব আর কি। আপনি যদি কাজ না জানেন তাহলে কজ শিখুন আর সেটা চেস্টা করুন ফ্রী-ল্যান্সারের কাছ থেকে।


কিভাবে শুরু করবেন ক্লিক করুন
কি ভাবে আপনি কভার-লেটার লিখবেন । ক্লিক করুন
কিছু টিপস দ্রুত কাজ পাওয়ার জন্য ক্লিক করুন
কিছু কভার-লেটার ক্লিক করুন
অনলাইনে কাজ শিখুন ক্লিক করুন
সুচনা ছাড়া লিখতেই ভালোবাসি। তাই শুরু করলাম সুচনা ছাড়ায়। যা হবে ডিরেক্ট ।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.