আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোই যোগ্য, বললেন মেসি

গোল করার দিক থেকে লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরির চেয়ে এগিয়ে থাকলেও গেল বছর কোনো শিরোপা জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ‘ট্রেবল’ জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড রিবেরি আর বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছিলেন মেসি।

তারপরও বর্ষসেরা হিসেবে পর্তুগালের ফরোয়ার্ড রোনালদোর নির্বাচনটাকেই সঠিক বলে মানছেন টানা চারবারের বর্ষসেরা মেসি।

“ক্রিস্টিয়ানোকে (রোনালদো) আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ সেই যোগ্য বিজয়ী। ”

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

আরাধ্য পুরস্কারটি নিজের করে নিতে রোনালদো পেয়েছেন মোট ১ হাজার ৩৬৫ পয়েন্ট। কাছাকাছিই ছিলেন মেসি (১ হাজার ২০৫) আর বায়ার্ন মিউনিখের হয়ে 'ট্রেবল'জয়ী ফ্রাঙ্ক রিবেরি (১ হাজার ১২৭)।

বান্ধবী আনতোনেল্লা রোক্কুস্সোকে নিয়ে এসেছিলেন মেসি।

রোনালদোর সঙ্গে ছিলেন বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক।

আর্জেন্টিনা অধিনায়ক মেসি মুখে যাই বলুন না কেন, তিনটি ভোটের একটিও কিন্তু তিনি রোনালদোকে দেননি।

তার ভোট গেছে বার্সেলোনা সতীর্থ ইনিয়েস্তা, চভি হার্নান্দেস ও নেইমারের পক্ষে।

রোনালদোও কিন্তু মেসিকে যোগ্য মনে করেননি। তিনি ভোট দিয়েছেন যথাক্রমে মোনাকোর রাদামেল ফ্যালকাও, রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল ও সাবেক রিয়াল সতীর্থ আর্সেনালের মেসুত ওজিলকে।

ব্যালন ডি'অর অনুষ্ঠানে বান্ধবীকে নিয়ে এসেছিলেন চার বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। এবার পুরস্কার না পাওয়ায় কিছুটা হতাশা থাকলেও ২০১৩ সালের পুরোটা সময় জুড়ে ভালো খেলতে পারায় সন্তুষ্ট তিনি।

গেল বছরটা আসলে খুব একটা ভালো যায়নি তার। বারবার চোটের কারণে তিনি খেলতে পেরেছেন মাত্র ৪৫ ম্যাচ। তাতে তার গোল সংখ্যা ৪২টি, গোলে সাহায্য করেছেন ১৫ বার। তবে দলকে জিতিয়েছিলেন লা লিগার শিরোপা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল দলের হয়ে গত বছর ৫৬ ম্যাচে ৬৬ গোল করেছেন রোনালদো।

দেশকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে সুইডেনের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফে করেছিলেন অসাধারণ এক হ্যাটট্রিক।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।