শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি
যারা ছোটবেলাতে রুপকথার গল্প পরেছেন বা পছন্দ করতেন তারা বিখ্যাত দুই জার্মান ভাই গ্রীম ব্রাদার্স নামে যারা পরিচিত তাদের নাম জানবেন না , এ হতেই পারেনা । না জানলে আসুন আজকে আমরা এই দুই বিখ্যাত জার্মান লোককথা বা রূপকথার সংগ্রহকারী , সাংস্কৃতিক গবেষক , ভাষাবিদ এই দুই ভাই সম্পর্কে কিছু জানি ।
জ্যাকব গ্রীম (জন্ম ১৭৮৫ সালে মৃত্যু ১৮৬৩ সালে) , উইলহেম গ্রীম (জন্ম ১৭৮৬ সালে মৃত্যু ১৮৫৯ সালে) দুই ভাই জার্মানির হানাউ তে জন্মগ্রহন করেন । জ্যাকব তার ভাই উইলহেম এর চেয়ে ১৩ মাসের বড় ছিলেন , তাদের বাবা ফিলিপ গ্রীম ছিলেন একজন আইনজীবী । জ্যাকব ও উইলহেম গ্রীম জীবনের গঠনমূলক সময়গুলো তাদের শহর হানাউ তে কাটান পড়ে তাদের পুরো গ্রীম পরিবার ১৭৯১ সালে বাবা ফিলিপ গ্রীম এর চাকরির সুত্রে জার্মানির পল্লী অঞ্চল স্টেনাউ দিকে চলে যান ।
গ্রীম ভাইগন অতি অল্পবয়সে তারা তাদের পিতা কে হারান তখন জ্যাকব এর ১১ উইলহেম এর বয়স ১০ ছিলো এবং চরম দারিদ্র্যতার মধ্যে দিয়ে জীবনের অনেকগুলো বৎসর অতিবাহিত করেন ।
১৮১২ থেকে ১৮৫৭ এর মধ্যে তাদের সংগ্রহীত লোককথা অনেক বার সংশোধিত ও প্রকাশিত হয় । ১৮১২ সালে গ্রীম ব্রাদার্সদের সংগ্রহ করা রুপকথা “চিলড্রেন এন্ড হাউহোল্ড টেলস” প্রকাশিত হয় যাহা গ্রীম ফেয়ারি টেলস নামে পরিচিত ।
তাদের সংগ্রহীত গল্পগুলো কম করে হলেও ১০০ ভাষায় অনুবাদ করা হয় এবং তাদের গল্প নিয়ে ওয়াল্ট ডিজনির নির্মিত এনিমেশন ছবিও আছে ।
আপনাদের মনে আছি কি বাংলাদেশ টেলিভিশনের এক সময়কার বাচ্চাদের জন্য জনপ্রিয় অনুষ্ঠান “ “ফেয়ারি টেল থিয়েটার” যত সম্ভব প্রতি শুক্রবার সকাল বেলা বিদেশী রুপকথার গল্প নিয়ে যে নাটকগুলো হতো আপনাদের নির্ঘাত সেই গল্প গুলোর কথা মনে আছে “ রাপুনজেল “ , “ স্নো হোয়াইট “ , “ সিন্ড্রেলা “ , “ দি ফ্রগ প্রিন্স “ , স্লিপিং বিউটি আরো কতো যে নাম লিখে শেষ করা যাবেনা ।
বিদ্রঃ একটু লেখার চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা করে দিয়েন বা এর আগে কেউ এটা নিয়ে পোস্ট দিলেও ক্ষমা করে দিয়েন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।