আমাদের কথা খুঁজে নিন

   

নিশিকামলা ।। শাফিক আফতাব.................

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি বেহুলার বাসর বানাবে ? সেখানেও ছিদ্র থাকবে,
তুমি সুুখে থাকতে চাও, শান্তির নির্জন নিলয় গড়তে চাও ?
তুমি মানবতার ফুলে ভরাতে বাগিচা ?
তুমি সম্প্রীতি আর সৌহার্দ্যের বৃক্ষে ফোটাতে চাও সুগন্ধি ফুল ?
তুমি ভ্রাতৃত্বের ভাষায় মানুষকে অাপন করতে চাও ? __পারবে না।

এজন্য যে কাঠ খড়ি খড় পোড়াতে হয়, তা তুমি জানো ?
তোমার অরণ্যে সেরকম কোনো কাঠ নেই, সেরকম কোনো খড়,
তোমার হৃদয় অতীব কোমল, তুষের আগুনের এতটুুকু হলকায় গলে যাবে,
তোমার বনভূমি উজাড় হবে,
অবশেষে মূলধনের অভাবে তুমি মানবতার বাণিজ্যতরী ভাসাবে স্বার্থের নদীতে....


তারচে বরং তুমি হাউজিং করো,
পরকীয়া শয্যায় ব্রাউজিং করো,
তারচে তুমি বিদেশে লোক পাঠাও__কিংবা নগ্ননৃত্যে গাও লোকভুলোনা পাশ্চাত্য সংগীত,
দেখবে শহরতলির গগনচুম্বি অট্রালিকার মতোন তুমি চরচর করে আাকাশ ছুঁইছো,

মানবতা, এ তোমার জন্য নয়,
তুমি তারচে বরং একজন্য বাধ্যগত আমলা হও, নয়তো নিশিকামলা,
তোমার বিলাসের কোনো ঝামলায় থাকবেনা, তুমি অতিদ্রুত পদোন্নতি পাবে,
তরুণমনের প্রীতি পাবে,
বেহুলার বাসর বানাতে যেও না, দেখিও সাপে ছোবল দেবে তোমাকে.....
১৫.০১.২০১৪
নিশিকামলা
শাফিক আফতাব.................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.