মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্পর্কে গর্হিত মন্তব্য করে ক্ষমা চাইলেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী মোশে ইয়লোন।
জন কেরি ইসরাইল ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে যে প্রচেষ্টা চালাচ্ছিলেন ইয়ালোন কঠোর ভাষায় তার সমালোচনা করেন।
তিনি বলেন, কেরির শান্তি পরিকল্পনাটি লেখার মাধ্যমে কেবল কাগজেরই অপচয় হয়েছে। কারণ কেরির পরিকল্পনাটির মূল্য একটি কাগজের সমানও নয়। ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন।
মর্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরিকে ‘আপদ’ হিসেবে উল্লেখ করেন তিনি।
ইয়ালোন এ বক্তব্য দেয়ার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তেলআবিবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এর জের ধরে গতরাতেই ইয়ালোন এক বিবৃতি প্রকাশ করে কেরির কাছে নিঃশর্ত ক্ষমা চান। তিনি দাবি করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আঘাত দেয়ার কোনো ইচ্ছে তার ছিল না।
উল্লেখ্য, ইয়ালোনের বিবৃতিতে বলা হয়, কেরি যদি তার বক্তব্যে আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।