আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মোহামেডানের জয়

আগের দুই ম্যাচে মোহামেডান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর সঙ্গে ১-১ এবং নবাগত উত্তর বারিধারার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মোহামেডান আপাতত লিগের চতুর্থ স্থানে আছে। সমান ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করা বিজেএমসির অবস্থান ষষ্ঠ।

বুধবার ২৮ মিনিটের সময় মোহামেডানকে এগিয়ে দেন ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ। আরেক ফরোয়ার্ড জাহিদ হোসেনের পাস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।



বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ঐতিহ্যবাহী মোহামেডানের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলের জন্ম ৮২ মিনিটের সময়। ওয়াহেদের পাস ধরে, বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান জাহিদ হোসেন।

মোহামেডান অবশ্য বড় ব্যবধানে জিততে পারতো। বিরতির ঠিক আগে বিজেএমসির তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে এবং গোলরক্ষকে কাটিয়েও ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি জাহিদ। তার শট চলে যায় বাইরে।



৫২ মিনিটে জাহিদের থ্রু ধরে মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা সিদ্দিকও গোল করতে পারেননি। গোলরক্ষকের হাতে বল তুলে দেন তিনি।

৮১ মিনিটে আবার মোহামেডানের জন্য হতাশা। মোস্তফার ক্রস থেকে জাহিদ হাসান এমিলির হেড সাইড বারে লেগে ফিরে আসে।

বুধবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা গোলশূন্য ড্র করেছে।

তিনটি করে ম্যাচ খেলে উত্তর বারিধারার দুই এবং চট্টগ্রাম আবাহনীর এক পয়েন্ট।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।