আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম করবো তোমার সাথে

'দারুচীনি দ্বীপ' ছবি। তারপর দীর্ঘ বিরতি। বিরতি শেষে আবার বড়পর্দায় অভিনয় শুরু করলেন জাকিয়া বারী মম। গতকাল তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন।

'প্রেম করবো তোমার সাথে' শিরোনামের ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। পাণ্ডুলিপি আবদুল্লাহ জহির বাবু। ছবিটিকে ঘিরে মমর প্রত্যাশা অনেক। তিনি বলেন, সবার আগ্রহেই আবারও নতুন একটি ছবিতে অভিনয় করছি। দর্শকদের উদ্দেশে শুধু এতটুকুই বলব- আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন, আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত করবেন।

আনিসুর রহমান মিলন বলেন, 'সবকিছুর মধ্যেই একটা ফিল্মিক বিষয় আছে, যা আরও অনেক আগেই তার কাজে লাগানো উচিত ছিল। ' এ ছবিতে আরও আছেন জায়েদ খান।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.