ঘটনা কি খুলে বলি। তার আগে একটু গান শুনে নেয়া যাক।
পারভেইচ্যারে বল খেলাডা তওবা কইরা ছাড়
আরে না না, ফুটবল নিয়ে লিখতে বসিনি। সোনার বলখানা এবারে মেসি না পেয়ে রোনাল্ডো পেয়ে গেল। আবার কয়দিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, তাও আবার খোদ ব্রাজিলের বুকেই।
তাই ফুটবল নিয়ে লিখলেও লেখার মতো কত কিছুই ছিল। তা না করে বরং বাংলাদেশ নামক সোনার ফুটবলটাকে নিয়ে দুকলাম লিখি আজ। যেই সোনার বলের উপর ভারতের কু নজর অনেক দিন থেকেই। কিন্তু সম্প্রতি যা খবর বের হয়েছে তা ভারতের আগের সব কুকীর্তিকেও ম্লান করে দিচ্ছে।
আর বিতং না করে এইবেলা ফ্যাক্স পড়ে শুনাই।
ঘটনা সামান্য। সাতক্ষীরায় অভিযানে ভারতীয় বাহিনী ব্যবহার করেছিল শেখ হাসিনা, সেটার অত্যন্ত গোপন দলিল প্রকাশিত হয়ে গেছে। দলিল সূত্রে জানা যায় -
ক - সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী! এ বিষয়ে যশোরের জিওসির সম্মতি রয়েছে।
খ - ভারতীয় দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল এন্ড ইনফরমেশন) সুজিত ঘোয়ের বরাবর লিখিত পত্রটি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার ও প্রতিরক্ষা উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল নূর মোঃ নূর ইসলাম পিএসসি জি এর নিকট পাঠানো হয়।
গ- বার্তায় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারেক আহমেদ সিদ্দিকীর নির্দেশের রেফারেন্স দেয়া হয়েছে।
ঘ - ভারতীয় বাহিনী ঢুকে হত্যা করে বাংলাদেশের নাগরিক, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বাড়িঘর।
ঙ - ২০১০ সালে শেখ হাসিনা ভারতে গিয়ে একটি গোপন প্রতিরক্ষা চুক্তি করে, যার অধীনে ভারতীয় বাহিনী যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করার অধিকার লাভ করে!
চ -
ছ -
...
...
...
খণ্ড ত - সেনাবাহিনীতে যশোর জি ও সি বলে একখানা পদ আছে।
অনুস্বর - ফ্যাক্স মেসেজের উপরে সবসময় বড়বড় করে লিখা থাকে ফ্যাক্স মেসেজ।
বিসর্গ - ক্লাসিফাইড ফ্যাক্স মেসেজ এর উপর বড় বড় করে সারমর্ম লিখা থাকে। এমন করে - Military aid from India and Deployment to Satkhira ।
চন্দ্রবিন্দু - বলদ গাছে ধরে না, মানুষের পেটের ভেতরেই ধরে।
যাহোক, দেশ আজকাল নাস্তিকে ভরে যাচ্ছে। কোথায় কোন কথা শোনা মাত্র এইডা কী ব্যাফার বলে হাউকাউ লাগিয়ে দিবে, তা না করে কিছু বেয়াদ্দপ নাস্তিক খবরের সত্যটা নিতে প্রশ্ন তুলে। এসব অবিশ্বাসীদের জন্য কিছু প্রমাণ বা রেফারেন্স দেই।
Source 1: BDINN
ফ্যাক্স বার্তা ফাঁস! সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী!
যারা যারা BDINN নাম শুনে ভুরু কুঁচকে এইডা কী ব্যাফার ভাবছেন তারা জেনে রাখুন BDINN হচ্ছে -Bangladesh Independent News Network ।
অনেকটা CNN মতোই ব্যাপার সেপার। এরা ফ্রেনচাইজ। এদের বড় ভাই ANN - Anime News Network . https://www.animenewsnetwork.com/, মেঝো ভাই Breaking News Network (BNN) http://breakingnewsnetwork.com/, তাপ্পর সেজো ভাই CNN ইত্যাদি ইত্যাদি । তো এই মেঝো ভাইয়ের খালাতো ভাইয়ের বন্ধু হচ্ছে BDINN । সুতরাং ের খবর অস্বীকার করার মানে হচ্ছে পৃথিবীর সমগ্র NN বা News Network কে অস্বীকার করা।
Source2: বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa
বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa
2 ঘণ্টা আগে
Jonopriyo post :::::
সাতক্ষীরা অভিযানে ভারতীয় বাহিনী !সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি ভারতীয় বাহিনী অংশ নিয়েছিল এমন একটি খবর নিয়ে ইন্টারনেটে চলছে তোলপাড়। এধরনের খবর প্রকাশ করেছে বিডি টুমারো ডট অর্গ নামে একটি নিউজ ওয়েবসাইট। নিউজ ওয়েবসাইটটির খবরে বেশ কিছু গোপন বার্তা এবং এসব কার্যকলাপে যারা জড়িত তাদের জানতে বিভিন্ন লিংক ব্যবহার করা হয়েছে। এধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার কি না এবং এ বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এব্যাপারে বি¯ত্মারিত ব্যাখ্যা দেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।