আমাদের কথা খুঁজে নিন

   

কাকরাইল কার্যালয়ে এরশাদ

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক জাহিদ হোসেন বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার দুপুরে পার্টি অফিসে এসেছিলেন। অফিস মেরামত করা হচ্ছে, এর খোঁজ-খবর নিয়েছেন।”

কাকরাইল কার্যালয়ে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন এরশাদ।

রোববার বঙ্গভবনে শেখ হাসিনার নতুন সরকারের শপথের পর বাড়ি ফেরেন এরশাদ।

এর আগে সর্বশেষ ডিসেম্বরের ৩ তারিখে স্বল্প সময়ের জন্য বনানী কার্যালয়ে গিয়েছিলেন তিনি।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকর নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে বারিধারার বাড়ি থেকে এরশাদকে র‌্যাব পাহারায় সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদকে আটকের দাবি করা হলেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।