জীবণের অনুভূতি গুলো সব ছোটগল্পের মত । শেষ হইয়াও হয় না শেষ । পূর্ণতারও কিছু অপূর্ণতা থেকে যায় ।
তোমরা সবাই
ঘনিষ্ঠতার দৃঢ় বাঁধনে আবদ্ধ
মসলিনের নিখুঁত বুননের মত
আর আমি কুঁচকে যেতে অভ্যস্ত
যখন অবহেলা কর আমায়
হিসেব-নিকেশের যোগফল শেষে...
ধানমন্ডি লেকের ধারে কিংবা রমনায়।
তোমরা সবাই
যারা আমাকে চিত্রিত করেছ
পাগলামী রঙে
লুকিয়ে রেখেছ তোমাদের জনসম্মতি প্রদর্শন থেকে,
অথচ আমাকে নিরাপদ ভাব
সংগুপ্ত হিসেবে তোমাদের নৈতিকতার চিলেকোঠায়,
অংকিত জানালাগুলো বন্ধ রেখে।
এইখানে... যেখানে কুয়াশাচ্ছন্ন
দিনগুলো কেটে যায়...
আশার দ্বিধাগ্রস্ত আলিঙ্গন আর
মুক্তিলাভের অস্থির বেপরোয়া মনোভাবে
অথচ তার কোন সম্ভাবনা নেই,
বিশেষত যার কাঁধে ভর করে ভূত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।