আমাদের কথা খুঁজে নিন

   

নিভল অগ্নিশিখা, চন্দনের চিতায় শেষকৃত্য সুচিত্রার

সিআর দাস পার্কে চন্দনের চিতায় শেষকৃত্য সম্পন্ন হল মহানায়িকার। লাখো-কোটি ভক্ত অশ্রজলে বিদায় জানাল প্রিয় তারকাকে। বেলা ৩টার দিকে কেওড়াতলা মহাশ্মশানে সুচিত্রার মুখাগ্নি করেন তাঁর মেয়ে মুনমুন সেন। তার আগে গান ও স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়।

তেইশে ডিসেম্বর শ্বাসকষ্ট এবং বুকে সংক্রমণ নিয়ে বেলভিউতে ভর্তি হয়েছিলেন সুচিত্রা সেন।

তারপর টানা ছাব্বিশ দিন তাঁকে বাঁচানোর লড়াই চালিয়ে গেছেন চিকিত্সকরা।

আজ সকাল আটটা পঁচিশ মিনিটে ম্যাসিভ হার্ট অ্যাটাকে শেষ হয়েছে সব লড়াই। দুপুর সাড়ে বারোটা নাগাদ সুচিত্রা সেনকে নিয়ে বেলভিউ ক্লিনিক থেকে বের হয় শববাহী শকট। মহানায়িকাকে প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। সেখান থেকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ঘুরে দেহ পৌঁছায় কেওড়াতলা মহাশ্মশানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.