একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় নাটোরের বড়াইগ্রাম ও পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্যে গত চারদিন যাবৎ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার জনসাধারণ দারুণ দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসী জানান, জোনাইল-চাটমোহর সড়কের বোর্ণীতে বড়াল নদীর একটি খাল (বড়াল ক্যানেল) চলনবিলে মিলিত হয়েছে। এই খালের উপরে নির্মিত পুরনো কালভার্টটি সংস্কারের অভাবে কিছুদিন আগে কিছু অংশ ধ্বসে যায়। সর্বশেষ বুধবার কালভার্টের অর্ধেকটা ভেঙ্গে পড়ে।
ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাক-বাস-হিউম্যান হলার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত চারদিন ধরে দুই উপজেলার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ লোকজনের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজশাহীগামী রোগী ও তাদের আত্মীয়রা। এ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ না থাকায় তাদেরকে অতিরিক্ত প্রায় ৫০ কি.মি. ঘুরে যেতে হচ্ছে। এতে তাদের খরচ ও ঝুঁকি দুটোই বাড়ছে।
এ পথে নিয়মিত চলাচলকারী বলাকা পরিবহণের চালক জাহাঙ্গীর বলেন, কালভার্টটি ভেঙ্গে পড়ায় গাড়ি চালাতে পারছি না।
এতে আমাদেরও লোকসান হচ্ছে, যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান রাশেদুল আলম রাসেল বলেন, কতৃপক্ষকে বারবার জানানোর পরও সংস্কার না করায় শেষ পর্যন্ত কালভার্টটি ভেঙ্গে পড়েছে। এতে লোকজনের যাতায়াতের খুব বেকায়দা হয়েছে।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, কালভার্টটি পুনঃনির্মাণের জন্য আবেদন করেছি। অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।