আমাদের কথা খুঁজে নিন

   

‘স্বল্পমূল্যেই’ জানা সম্ভব মানব জিনোম

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোভিত্তিক প্রতিষ্ঠান ইলুমিনার তথ্য অনুযায়ী, তারা নতুন একটি পর্যায়ক্রমিক যন্ত্র ছাড়বে যা প্রতিদিন পাঁচটি জিনোম সরবরাহ করতে সক্ষম।
মানবশরীরের জিন কীভাবে বিভিন্ন অসুস্থতার উপর প্রভাব ফেলে তা বুঝতে পারলে রোগীদের আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত জেপি মর্গান হেলথকেয়ার সম্মেলনে ইলুমিনার তৈরি দ্য হাইসেক এক্স টেন হাই থ্রুপুট জেনেটিক পর্যায়ক্রমিক যন্ত্রটির বিষয়ে জানানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপনের সময় ইলুমিনার প্রধান নির্বাহী জে ফ্ল্যাটলি জানিয়েছেন, এ যন্ত্রটি একদিনেই মানবদেহের পাঁচটি পূর্ণ জিনোম পর্যায়ক্রমে সাজাতে পারবে। তিনি আরও জানান এ রকম যন্ত্রের দশটি ইউনিটের মাধ্যমে মাত্র এক হাজার ডলারেই মানবদেহের জিনোম সরবরাহ করা সম্ভব।
প্রায় এক দশক ধরে এক হাজার ডলারে মানব শরীরের জেনেটিক ব্লুপ্রিন্ট বের করার জন্য চেষ্টা করা হচ্ছিল। এমনকি এ জন্য দ্য আর্কন এক্স এক কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল, যা ২০১৩ সালের অগাস্ট মাসে বাতিল করা হয়।
এ প্রসঙ্গে ম্যাসাচুসেটস-এর ব্রড ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এরিক ল্যান্ডার জানিয়েছেন, প্রথমবারের মতো মনে হচ্ছে এক হাজার ডলারে জিনোম বের করা সম্ভব। ব্রড ইন্সটিটিউটই যন্ত্রটির ১৪টি ইউনিট কিনেছে এমনটাই জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.