তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, “প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন করেছে, সংসদ গঠন করেছে। এতে বিরোধী দলের কোনো অস্তিত্বই নেই।
“এর মধ্য দিয়ে সরকার ভিন্ন লেবাসে বাকশালী একটি শাসন ও প্রশাসন যন্ত্রের ভেতরে গোটা দেশটাকে অন্তরীণ করে ফেলেছে। এভাবে তারা গণতন্ত্র হত্যাকে করেছে। ”
“বাকশালের খড়গ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের আন্দোলনের পথে অগ্রসর হতে হবে,” বলেন তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনে ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই বিষয়টি ধরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় ওই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ।
ভোটের আগে মামলা ও ধরপাকড়ের মধ্যে আত্মগোপন করা শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এই সভায় অংশ নেন।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের বিষয়ে মোশাররফ বলেন, “অনেকে বলছেন, আমাদের আন্দোলনে গলদ রয়েছে।
আমরা স্পষ্টভাষায় বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে দেশের ৯৫ ভাগ মানুষ সাড়া দিয়ে এই আন্দোলনকে সফল করেছে। ৫ জানুয়ারির নির্বাচনে জনগন ভোট কেন্দ্রে যায়নি।
তিনি বলেন, “সরকার বিএনপি, এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারকে ভয় পায় বলেই একতরফা নির্বাচন করেছে।
”
খন্দকার মোশাররফের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মঈন খান, ওসমান ফারুক, জয়নুল আবদিন ফারুক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউটাব) অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, সাংবাদিক মাহবুবউল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজও সভায় বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।