আমাদের কথা খুঁজে নিন

   

সানায় ইরানি কূটনীতিক নিহত

ইয়েমেনের রাজধানী সানায় এক ইরানি কূটনীতিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। সানায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে ওই কূটনীতিক গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহত কূটনীতিক সানাস্থ ইরান দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, নিহত ইরানি কূটনীতিককে প্রথমে অপহরণের চেষ্টা করে একদল বন্দুকধারী। এ সময় অপহরণকারীদের সঙ্গে ওই কূটনীতিক ও তার এক সহযোগীর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিন রাউন্ড গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। ইয়েমেন সরকার এখনও এ খবরের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এদিকে, ইরান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম তার দেশের কূটনীতিককে হত্যায় জড়িতদের শাস্তির পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.