শেষ রাতের মিয়িয়ে যাওয়া
চাঁদের আলোই ক্লান্তি ।
কিংবা সারা রাত দাবড়ে বেড়ানো শেয়ালটি ,
সূর্যের আলো চোখে মেখে খোড়লে আশ্রয় নেয়াই ক্লান্তি ।
নাইট কুইনের স্বল্পায়ু
বা তিন সেকেন্ড বেঁচে থাকা পতঙ্গের জীবনই ক্লান্তি ।
সারা মৌসুম জুড়ে শরীরে অজস্র ফল ধরে রাখা নয় ,
টুপ করে পড়ে যাওয়া ফলটিই গাছের ক্লান্তি ।
দিনমান ঠেলা টানা ক্লান্তি নয়,
অবিশ্রান্ত পরিশ্রমের মাঝে ক্ষণিক আকাশে চোখ রাখাই ক্লান্তি ।
মানব মানবীর দাপুটে সঙ্গমের শেষ বর্ষণ নয় ,
ঘুমন্ত শিশুর আলুথালু ভঙ্গিই ক্লান্তি ।
তোমার চলে যাওয়া নয়-
বারবার ফিরে আসাই আমার ক্লান্তি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।